হাথুরুর বিকল্প চিন্তা মাথা থেকে যায়নি ফারুকের
হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের ব্যাপারে বোর্ড সভাপতি হওয়ার আগে থেকেই নেতিবাচক মনোভাব ছিল ফারুক আহমেদের। বিসিবি সভাপতি হয়ে প্রথম বোর্ড সভার পর প্রেস কনফারেন্সেও ফারুকের মুখে উচ্চারিত হয়েছে, ‘হাথুরু ইস্যুতে আমি এখনো আগের জায়গায় আছি।’
সে দলে নাম লিখিয়েছেন আরেক বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিমও। তিনিও মনে করেন হাথুরুর কোচ থাকার কোন যৌক্তিকতা নেই।
কিন্তু তারপরও এখনো বহাল তবিয়তে হাথুরুসিংহেই। বাংলাদেশের হেড কোচ পদে বহাল রয়েছেন তিনি। তবে কি হাথুরুসিংহের ব্যাপারে আসলে আগের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন ফারুক আহমেদ? নাকি অন্য কোন কারণে বোর্ডে তা অনুমোদিত হচ্ছে না? তা নিয়ে জল্পনা, কল্পনার শেষ নেই।
আজ সোমবার বিসিবি সভা শেষে সে প্রশ্নের মুখোমুখি হয়ে উত্তর দিয়েছেন ফারুক আহমেদ। তার কথার সারমর্ম হলো, ‘বাংলাদেশ দল একদম টানা খেলার ভেতরে আছে। এক সিরিজ যেতেই আরেক সিরিজ খেলতে নামছে। পাকিস্তান সফর শেষ করেই ভারতে গেছে টিম বাংলাদেশ। এরপর ভারত সফর শেষ করে দেশে ফিরে অল্প ক’দিনের ভেতরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার সাথে ২ ম্যাচের টেস্ট সিরিজ।’
‘প্রোটিয়াদের সাথে খেলা শেষ করেই টাইগারদের গন্তব্য আরব আমিরাত। আফগানিস্তানের সাথে সিরিজ। তারপর আবার ওয়েষ্ট ইন্ডিজ সফর। সামনের তিন মাস এই তিন সিরিজ। খুব স্বাভাবিকভাবেই এখন কোচ পাল্টালে নতুন কোচ নিয়োগের ব্যাপার আছে। তাই হাথুরু ইস্যুটা আপাততঃ মাথাচাড়া দিয়ে উঠছে না।’
তবে বিসিবি সভাপতির কথায় পরিষ্কার, হাথুরুসিংহে শেষ পর্যন্ত থাকবেন না টিম বাংলাদেশের সাথে। তিনি বলেছেন, ‘বিষয়টা আমাদের মাথা থেকে যায়নি। খুব শিগগিরই ওই বিষয়ের আপডেট দেখতে পাবেন।’
এআরবি/আইএইচএস