শফিক ১০২ মাসুদ ১৫১

ইংল্যান্ডের বিপক্ষে বড় সংগ্রহের পথে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০৭ অক্টোবর ২০২৪

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া পাকিস্তানই দারুণ ব্যাটিং করছে ইংল্যান্ডের বিপক্ষে। মুলতান টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ৩২৮ রান তুলেছে স্বাগতিকরা।

সেঞ্চুরি করেছেন আবদুল্লাহ শফিক আর শান মাসুদ। দুজনই অবশ্য আউট হয়ে গেছেন। তারপরও বড় সংগ্রহ গড়ার পথেই আছে পাকিস্তান।

মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে পাকিস্তান। শুরুতেই সাজঘরে ফেরেন সায়েম আইয়ুব (৪)। তবে দ্বিতীয় উইকেটে ২৫৩ রানের বড় জুটি গড়ে তোলেন শফিক আর মাসুদ।

১০২ বলেই মারকুটে এক সেঞ্চুরি তুলে নেন মাসুদ। টেস্টে পাকিস্তান অধিনায়কের এটি পঞ্চম সেঞ্চুরি। আবদুল্লাহ শফিক সেঞ্চুরি হাঁকান ছক্কা মেরে। তবে তার আগে তিনি খেলেছেন টেস্ট মেজাজে। তিন অংকে পৌঁছতে শফিকের লাগে ১৬৫ বল।

ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি শফিক। ১৮৪ বলে ১০ চার আর ২ ছক্কায় তিনি ফেরেন ১০২ করে।

শান মাসুদ ১৫১ রানে আউট হন, বল খেলেন ১৭৭টি। দারুণ এ ইনিংসে ১৩টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কা হাঁকান পাকিস্তান অধিনায়ক।

দিনের শেষভাগে এসে সেট হয়ে আউট হয়েছেন বাবর আজম (৩০)। সৌদ শাকিল ৩৫ রানে অপরাজিত আছেন। নাইটওয়াচম্যান হিসেবে নেমেছেন নাসিম শাহ।

ইংল্যান্ডের গুস অ্যাটকিনসন ২টি, ক্রিস ওকস ও জ্যাক লিচ নিয়েছেন একটি করে উইকেট।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।