সাকিবের জায়গায় নতুন কাউকে ‘ওয়েলকাম’ জানাতে প্রস্তুত হৃদয়

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৫ অক্টোবর ২০২৪

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সাকিব আল হাসানের বিদায় তাওহিদ হৃদয়ের কাছে জীবনানন্দ দাশের কবিতার একটি লাইনের মতো। দুজন কবিতায় একটি জায়গায় কবি লিখেছেন, ‘প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়।’

সাকিবের সঙ্গে যেন এই লাইনের ব্যাপক মিলই খুঁজে পেয়েছেন হৃদয়। ডানহাতি এই ব্যাটার বিশ্বাস, আকাশের কোনো নক্ষত্রই চিরকাল থেকে যায় না। তাদেরও একদিন পতন হয় কিংবা মরে যেতে হয়। জায়গা ছেড়ে দিতে হয় নতুনদের জন্য।

সাকিব বাংলাদেশ ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র, তা নিঃসন্দেহে বলা যায়। তবে পৃথিবীর রীতি অনুসারে, কোনো নক্ষত্রই চিরকাল থাকে না। একটা সময় অন্ধকার দূর করে নিজ পরিসরকে আলোকিত করার সক্ষমতা হারিয়ে ফেলে। খালি জায়গা পূরণ করতে হয় নতুন উজ্জ্বল অন্য নক্ষত্রকে।

সাকিবের বিদায় হৃদয়ের কাছে নক্ষত্রের বিদয়ের মতোই। খুব স্বাভাবিকভাবেই তারকা অলরাউন্ডারের শূন্যতা অনুভব করেন হৃদয়। তবে অন্য নক্ষত্রের অপেক্ষাতেই বেশি মুখিয়ে আছেন তিনি।

আগামীকাল রোববার ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সাকিবকে ছাড়া এই প্রথম কোনো টি-টোয়েন্টি ম্যাচে নামবে টাইগাররা। গোয়ালিয়রে হতে যাওয়া এই ম্যাচের আগে দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন হৃদয়। সেখানেই সাকিবের বিষয়ে বিভিন্ন প্রশ্নে নিজের অভিমত ব্যক্ত করেন ডানহাতি টাইগার ব্যাটার।

সাকিবকে ছাড়া চাপ কেমন হবে, এমন প্রশ্নের উত্তরে হৃদয় বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে। আর সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করবো। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, নতুন কাউকে ভালোভাবে ওয়েলকাম করবো।’

সাকিব ছিলেন বাংলাদেশ ক্রিকেটের সুপারস্টার। এখন ৩৭ বছর বয়সী এই তারকার অনুপস্থিতিতে নতুন সুপারস্টার কে হবেন, এমন প্রশ্নে হৃদয়ের জবাব-

‘সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা আমি বলতে পারবো না। এটা সময়ই বলে দেবে। দিন শেষে আগে পারফর্ম করাটা ম্যাটার করে। পারফর্ম যদি করি, দলের রেজাল্ট যদি ভালো হয়, দেখা যাবে এখান থেকেই ইনশা আল্লাহ ভবিষ্যতে আসবে অনেকেই; আসার সম্ভাবনা আছে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম ছাড়া আসলে আলটিমেটলি কোনো কিছু চিন্তা করা যায় না। সবাই পারফর্ম করতে চায় এবং চেষ্টা করব ভালো কিছু করতে।’

টি-টোয়েন্টিতে সাকিবের বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ডানহাতি স্পিন অলরাউন্ডারকে দলে নেওয়ার বিষয়ে গতকাল অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো…অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে (ব্যাটিং-বোলিং) ভালো সমন্বয় এনে দিতেন। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করবো, মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।’

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।