এমন হার কষ্টদায়ক: হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৪ পিএম, ০১ অক্টোবর ২০২৪

পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করে ভারতে পা রেখেছিল বাংলাদেশ। এই দলের ওপর অনেক প্রত্যাশা ছিল সমর্থকদের। কিন্তু সেই আশায় গুঁড়েবালি। দুই টেস্টের একটিতেও ভারতের সামনে দাঁড়াতে পারেনি টাইগাররা।

কানপুরে দ্বিতীয় টেস্টের দুইদিন বৃষ্টির পেটে যাওয়ার পর সুযোগ ছিল ড্র করার। সেটিও করতে পারেনি বাংলাদেশ। ছোট হয়ে আসা টেস্টেও হেরেছে ৭ উইকেটে।

সবমিলিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের পারফরম্যান্স ছিল যাচ্ছেতাই। ম্যাচের পর সংবাদ সম্মেলনেও সে কথা অকপটে স্বীকার করে নিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। দুষলেন ব্যাটারদের।

হাথুরু বলেন, ‘হারটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। কারণ আমরা ভালো পারফরম্যান্স দেখাতে পারিনি। আমরা এমন অ্যাপ্রোচ আগে দেখিনি (ভারতের মারমুখী ব্যাটিং)। রোহিত শর্মা এবং ভারতীয় দলকে কৃতিত্ব দিতে হবে। তবে এমন হার কষ্টদায়ক।’

বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ আর দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই অলআউট হয়। অথচ ব্যাটাররা একটু ভালো করলে অনায়াসেই এই টেস্ট ড্র করা যেতো।

ব্যাটিং নিয়ে হাথুরুর কথা, ‘আমাদের ব্যাটিং খুবই হতাশার ছিল। তবে গত সিরিজে কয়েকজন খেলোয়াড় খুব ভালো খেলেছে। হ্যাঁ, আমরা গত কয়েক সিরিজের কথা ধরলে এবার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। ব্যাটিং খারাপ হওয়ার একটা কারণ হতে পারে প্রতিপক্ষের মান। আমরা জানি তারা কতটা ভালো দল, স্কিলও অনেক উঁচুতে। আমরা এখান থেকে অনেক কিছু শিখব। আমাদের এগিয়ে যেতে হবে।’

হাথুরু যোগ করেন, ‘ভারতে এসে তাদের বিপক্ষে খেলা অবশ্যই কঠিন। তবে আমরা জানি, আমাদের কতটা উন্নতি করতে হবে।’

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর ভারতে ভালো কিছু করার আশা ছিল, কিন্তু হতাশ করেছে তার শিষ্যরা। হাথুরু আক্ষেপ নিয়ে বলেন, ‘আমরা এখানে এসেছিলাম, পাকিস্তানে দারুণ একটি সিরিজ খেলে। তবে আমরা জানতাম, ভারতে আমাদের চ্যালেঞ্জ কঠিন হবে। যদি আমাদের পারফরম্যান্সের কথা বলেন, তবে ভালো কিছু হয়নি।’

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।