ভারতের কাছে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় অবনতি বাংলাদেশের
পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়। বাংলাদেশকে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও তুলে দিয়েছিল চার নম্বর অবস্থানে। এমনকি টাইগারদের ফাইনালে খেলার স্বপ্নও জিইয়ে ছিল সেই সময়।
এক মাস না ঘুরতেই মুদ্রার অপর পিঠ দেখে ফেললো নাজমুল হোসেন শান্তর দল। ভারতের কাছে দুই টেস্টেই চরম পর্যদুস্ত হলো। ২-০ ব্যবধানে সিরিজ হারের পর টেস্ট চ্যাম্পিয়নশিপে সাত নম্বরে নেমে গেছে বাংলাদেশ।
সাতে নেমে যাওয়া বাংলাদেশের শতকরা পয়েন্ট এখন ৩৪.৩৮। ২০২৩-২৫ চক্রে মোট ১২টি টেস্ট খেলবে বাংলাদেশ। ৮টি খেলে জিতেছে ৩টি, হার ৫টিতে। বাকি ৪ টেস্টের দুটি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, দুটি ওয়েস্ট ইন্ডিজে।
প্রতি টেস্ট জয়ে ১২ পয়েন্ট। ৩ টেস্ট জয়ে বাংলাদেশের পয়েন্ট থাকার কথা কথা ৩৬। কিন্তু গত আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে ৩ পয়েন্ট কাটা যায়। তাই এখন টাইগারদের পয়েন্ট ৩৩।
এদিকে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার পথে অনেকটাই এগিয়ে গেছে শীর্ষে থাকা ভারত। ৯৮ পয়েন্ট এখন তাদের, শতকরা হার ৭৪.২৪।
৯০ পয়েন্ট দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার। শতাংশ হারে তারা অনেকটা পিছিয়ে, ৬২.৫০। ৫৫.৫৬ পয়েন্ট হার নিয়ে তিন নম্বরে শ্রীলঙ্কা। এক বা দুই নম্বরে থেকে ভারতের ফাইনালে খেলা তাই অনেকটাই নিশ্চিত।
এমএমআর/এএসএম