শঙ্কা উড়িয়ে আসছে দক্ষিণ আফ্রিকা, সিরিজের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪

দেশের রাজনৈতিক অস্থিরতায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। এর মধ্যে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করায় জেগেছিল শঙ্কা।

প্রোটিয়ারা নিরাপত্তা ব্যবস্থা দেখে কী প্রতিবেদন দেবে, বাংলাদেশ সফরে কি শেষ পর্যন্ত আসবে তারা? এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল সমর্থকদের মনে।

যদিও তখন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান শাহরিয়ার নাফীস জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তুষ্ট। তবু চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে শঙ্কা ছিলই।

সব শঙ্কা উড়িয়ে অবশেষে দুই টেস্টের সিরিজে খেলতে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। এরই মধ্যে সিরিজের সূচি চূড়ান্ত হয়েছে। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে আসছে ১৬ অক্টোবর। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (সোমবার) নিশ্চিত করেছে এই খবর।

সূচি অনুযায়ী, সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ২১ অক্টোবর থেকে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর তারিখ ২৯ অক্টোবর। এই ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

এই দুই টেস্ট আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। দুই ম্যাচের সিরিজ শেষ করে ৩ নভেম্বর দেশে ফিরে যাবে প্রোটিয়ারা।

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের সূচি
১৬ অক্টোবর: দক্ষিণ আফ্রিকা দলের বাংলাদেশে আগমন
২১-২৫ অক্টোবর: প্রথম টেস্ট (শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর)
২৯ অক্টোবর-২ নভেম্বর: দ্বিতীয় টেস্ট (জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম)
৩ নভেম্বর: দক্ষিণ আফ্রিকার ঢাকা ত্যাগ।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।