৫ রান যোগ করেই আউট মুশফিক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৬ এএম, ৩০ সেপ্টেম্বর ২০২৪

কানপুরে ভোরেই উঁকি দিয়েছে সূর্যমামা। রৌদ্রোজ্জ্বল গ্রিন পার্কে চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে ঠিক সময়েই, ১০টায়। কিন্তু ভালো শুরু করতে পারেনি বাংলাদেশ।

চতুর্থ দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ রান যোগ করেই আউট হয়ে গেছেন মুশফিকুর রহিম। প্রথম দিনের খেলা শেষে ৬ রানে অপরাজিত থাকা ডানহাতি এই ব্যাটার ফিরেছেন ১১ রান করেই। জাসপ্রিত বুমরাহর বল ব্যাট উঁচিয়ে ছেড়ে দিয়ে বোল্ড হন মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৩ ওভারের খেলা শেষে ৪ উইকেটে ১২৮ রান। মুমিনুল হক ৪৪ রান আর লিটন দাস খেলছেন ১২ রানে।

আজ সোমবার ৩ উইকেটে ১০৭ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ।

এর আগে দ্বিতীয় ও তৃতীয় দিনে একটি বলও মাঠে গড়াতে পারেনি। তবে প্রথম দিনে দুইবার বৃষ্টির বাধার মুখে ৩৫ ওভার খেলা হয়েছিল। এতে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩ উইকেটে ১০৭ রান। দিনের খেলা শেষে উইকেটে ছিলেন মুমিনুল ও মুশফিক।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।