অস্ট্রেলিয়াকে নাকাল করে সিরিজ জমিয়ে দিলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৪

ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে হারিয়ে রীতিমত উড়ছিল অস্ট্রেলিয়া। বাঁচামরার তৃতীয় ওয়ানডে বৃষ্টি আইনে জিতে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড।

দারুণভাবে ঘুরে দাঁড়ানো ইংলিশরা এবার রীতিমত নাকাল করে ছাড়লো চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে। লর্ডসে সিরিজের চতুর্থ ওয়ানডেতে অসিদের ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

টানা দ্বিতীয় ম্যাচে ইংলিশদের জয়ের নায়ক নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। আগের ওয়ানডেতে ৯৪ বলে ১১০ রানের ইনিংস খেলা ব্রুক এবার ৫৮ বলে করেছেন ৮৭।

বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি নেমে এসেছিল ৩৯ ওভারে। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩১২ রানের বিশাল পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড। ব্রুক ৫৮ বলে ১১ চার আর এক ছক্কায় খেলেন ৮৭ রানের ইনিংস।

অস্ট্রেলিয়াকে নাকাল করে সিরিজ জমিয়ে দিলো ইংল্যান্ড

বেন ডাকেট ৬২ বলে ৬৩, জেমি স্মিথ ২৮ বলে ৩৯ আর শেষদিকে লিয়াম লিভিংস্টোন ২৭ বলে ৩ চার আর ৭ ছক্কায় খেলেন হার না মানা ৬২ রানের বিধ্বংসী ইনিংস।

জবাবে ২৪.৪ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ট্রাভিস হেড। ২৮ আসে মিচেল মার্শের ব্যাট থেকে।

ইংল্যান্ডের ম্যাথু পটস ৩৮ রানে ৪টি, ব্রাইডন কার্সে ৩৬ রানে ৩টি আর জোফরা আর্চার ৩৩ রানে নেন ২টি উইকেট।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।