এশিয়ার সবাইকে ছাড়িয়ে ব্রাডম্যানকে ছুঁলেন কামিন্দু

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৪

টেস্ট ক্রিকেটে এশিয়ানদের মধ্যে দ্রুততম ১ হাজার রানের রেকর্ড করেছেন শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস। দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটের ইতিহাসে সবমিলিয়ে এটি যৌথভাবে দ্বিতীয় দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শের রেকর্ড।

আজ শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ১৮২ রানে অপরাজিত থাকেন কামিন্দু। তার আগে ১৭৮ রান করেই রেকর্ডবুকে নাম লেখান লঙ্কান বাঁহাতি ব্যাটার। ১ হাজার মাইলফলক স্পর্শ করতে কামিন্দুকে খেলতে হয়েছে মাত্র ১৩ ইনিংস।

এর আগে এশিয়ানদের মধ্যে ১৪ ইনিংস খেলে ১ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ভারতের বিনোদ কাম্বলি।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতদিন এককভাবে দ্বিতীয় দ্রুততম ১ হাজার রানের মাইলফলক স্পর্শের রেকর্ড ছিল ডন ব্রাডম্যানের। অস্ট্রেলিয়ার সাবেক ডানহাতি এই ব্যাটারও ১৩ ইনিংসে ১ হাজার টেস্ট রান করেছিলেন।

এ তালিকায় সবার শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকেস ও ইংল্যান্ডের হোবার্ট সাটক্লিপ। তারা দুজনই ১২ ইনিংসে ১ হাজার রান করেছিলেন।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।