সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৪

সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠার পর বাংলাদেশ অপেক্ষা করছিল প্রতিপক্ষের। বুধবার হওয়া ‘বি’ গ্রুপের ম্যাচ শেষে এই টুর্নামেন্টের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। বাংলাদেশ সেমিতে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তানকে।

বাংলাদেশ হয়েছিল ‘এ’ গ্রুপ রানার্সআপ। ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর ভুটানের রাজধানী থিম্পুতে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ভারত প্রথম সেমিফাইনাল খেলবে নেপালের বিপক্ষে। বুধবার গ্রুপের শেষ ম্যাচে নেপাল ২-১ গোলে ভুটানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাদ পড়েছে ভুটান।

গ্রুপ পর্বে ভারতের কাছে হার ও মালদ্বীপের বিপক্ষে ড্রয়ের পর সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা অনিশ্চিত হয়ে পড়েছিল বাংলাদেশের। ভারতের যুবারা ৩-০ ব্যবধানে মালদ্বীপের বিপক্ষে জেতায় বাংলাদেশ হয়ে গ্রুপ রানার্সআপ। নিশ্চিত হয় সেমিফাইনালের টিকিট।

টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর।

আরআই/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।