লিড ৩৫০ পেরিয়ে ভারত, ‘অভাগা’ তাসকিনের বলে ক্যাচ ফেললেন তাইজুল

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪

রিশাভ পান্ত ও শুবমান গিলের জুটিতে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ভারত। সেই অবিচ্ছিন্ন জুটিতে তৃতীয় দিনের ১৪ ওভার পর্যন্ত অনায়েসেই খেলছে স্বাগতিকরা। এর মধ্যে কোনো উইকেট পায়নি বাংলাদেশ।

চতুর্থ উইকেটে পান্ত-গিলের জুটিতে লিড বাড়িয়ে নিচ্ছে ভারত। এরইমধ্যে লিড ৩৫০ রান পার করেছে স্বাগতিকরা।

এই সময়ে একটি উইকেট অবশ্য পেতে পারতো বাংলাদেশ। ৩৫তম ওভারে তাসকিন আহমেদের বলে কভার পয়েন্ট অঞ্চলে ক্যাচ তুলেছিলেন ফিফটি করা গিল। কিন্তু বলটি তালুবন্দি করতে পারেননি তাইজুল ইসলাম। সামনের দিকে একটি ঝাপিয়ে পড়লেই হয়তো বলটি হাতের তালুতে জমাতে পারতেন তিনি।

ক্যাচ মিসে তাসকিনের চেহারায় আরও একবার ভেসে উঠলো আক্ষেপের ছাপ। প্রথম ইনিংসেও টাইগার পেসারের বেশ কয়েকটি ক্যাচ মিস করে ফিল্ডাররা। এজন্য নিজেকে অভাগা মনে করতেই পারেন তাসকিন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারের খেলা শেষে ৩ উইকেটে ভারতের সংগ্রহ ১২৯ রান। গিল ৫৭ আর পান্ত অপরাজিত আছেন ৩৬ রানে।

এর আগে প্রথম ইনিংসে ৩৭৬ রান করে ভারত। জবাবে বাংলাদেশ অলআউট হয়ে যায় মাত্র ১৪৯ রানে। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও তা করেনি ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামেন নিজেরাই।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।