এক ম্যাচ আগেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয় আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৪ এএম, ২১ সেপ্টেম্বর ২০২৪

এক ম্যাচ হাতে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে হাসমত উল্লাহ শহিদির দল। আইসিসি র্যাংকিংয়ের শীর্ষ ৫ দলের বিপক্ষে এই প্রথম কোনো সিরিজ জিতলো আফগানরা।

৩১২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১৩৪ রানে অলআউট করে দিয়েছে রশিদ খানরা।

গতকাল শুক্রবার আরব আমিরাতের শারজাহতে টস জিতে ব্যাট করতে নামে আফগানিস্তান। ওপেনিংয়ে ১০৫ বলে ৮৮ রানের জুটি করেন রহমানুল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান। এইডেন মার্করামের বলে ৪৫ বলে ২৯ রানে রিয়াজ এলব্ডিব্লিউ হলে শুরুর জুটি ভাঙে আফগানিস্তানের।

দ্বিতীয় উইকেটে ১০২ বলে ১০১ রানের দুর্দান্ত জুটি করেন গুরবাজ ও রহমত শাহ। ১১০ বলে ১০৫ রানের (১০ চার ৩ ছক্কা) অসাধারণ এক ইনিংস খেলে নান্দ্রে বার্জারের বলে আউট হন গুরবাজ। ৬৬ বলে ৫০ রান (২ চার) করেন রহমত।

এরপর ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলেন আজমতউল্লাহ ওমরজাই। ৫ চারের সঙ্গে ৬ ছক্কায় হাঁকান তিনি। সাথে রশিদ খানের ১২ বলে অপরাজিত ৬ রানে আফগানিস্তানের পুঁজি দাঁড়ায় ৪ উইকেটে ৩১১ রান।

৩১২ রানের লক্ষ্যে ব্যাট করতে শুরুটা দারুণ করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ৮৫ বলে ৭৩ রান করেন টেম্বা বাভুমা ও টনি ডি জর্জি। ৪৭ বলে ৩৮ রান করে ওমরজাইয়ের বলে বাভুমা আউট হলে জুটি ভাঙে। দলীয় ৮৫ রানের মাথায় আউট হয়ে যান ডি জর্জিও (৪৪ বলে ৩১)।

এরপর রশিদ খানদের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। ৪৯ রান করতেই বাকি ৮ উইকেট হারিয়ে ফেলে প্রোটিয়ারা।

রিজা হেনড্রিকস ১৭ রান আর মার্করাম ২১ রানে আউট হন। নিচের দিকে আর কেউ দুই অঙ্কের ঘরও স্পর্শ করতে পারেনি। এতে ৩৪.২ ওভারে মাত্র ১৩৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

৯ ওভার বল করে মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন লেগস্পিনার রশিদ খান। আরেক অর্থোডক্স বোলার নাঙ্গেয়ালিয়া খারত নেন ২৬ রানে ৪ উইকেট।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।