৩১ রানের মধ্যে ৩ ভারতীয়কে ফেরালেন তাসকিন
৩১ রানের মধ্যে ভারতের ৩ উইকেট তুলে নিয়েছেন তাসকিন আহমেদ। দিনের তৃতীয় ওভারে ৩৪৩ রানের মাথায় রবীন্দ্র জাদেজাকে আউট করেছিলেন টাইগার পেসার। এরপর নবম ওভারে বোলিংয়ে দিনের দ্বিতীয় শিকার ধরেন টাইগার পেসার। ইনিংসের ৮৯ ওভারে আকাশ দিপকে সাজঘরের পথ দেখান তাসকিন।
ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে সেঞ্চুরি করা রবীচন্দ্রন অশ্বিনকে আউট করেন তাসকিন। অর্থাৎ ৩১ রানের মধ্যেই ৩ উইকেট হারায় ভারত। সবগুলোই তাসকিনের শিকার হন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৯০ ওভারের খেলা শেষে ৯ উইকেটে ৩৭৫ রান।
আজ শুক্রবার চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনে ৪ রান যোগ করতেই উইকেট হারালো ভারত। দিনের শুরুতেই বাংলাদেশের পথে কাঁটা হয়ে দাঁড়ানো জাদেজাকে সাজঘরের পথ দেখান তাসকিন আহমেদ। গুড লেন্থের বাউন্সি বলে তাকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানান টাইগার পেসার। সেঞ্চুরির দিকে হাঁটতে থাকা জাদেজা ১২৪ বলে ৮৬ রান করে ফেরত যান প্যাভিলিয়নে।
এর আগে প্রথম দিন ১৪৪ রানে ভারতের ৬ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু সপ্তম উইকেটে জাদেজা আর অশ্বিনের ১৯৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে অস্বস্তিতে দিন শেষ করে টাইগাররা। অশ্বিন হাঁকিয়ে ফেলেন সেঞ্চুরি। প্রথম দিনে ভারতের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৩৩৯ রান।
এমএইচ/জিকেএস