বাংলাদেশ-ভারত দুই দলের একাদশেই তিন পেসার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২৪

চেন্নাইয়ের পিচ স্পিন সহায়ক। শোনা যাচ্ছিল, দুই দলই বাড়তি স্পিনার খেলাতে পারে। তবে বাস্তবে দেখা গেলো অন্য চিত্র। তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ-ভারত দুই দলই।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চেন্নাইয়ের আকাশে বেশ মেঘ দেখা যাচ্ছে। সকালের মেঘাচ্ছন্ন আকাশ পেসারদের সাহায্য করতে পারে, সেই ভাবনা থেকেই প্রথমে বোলিং নিয়েছেন শান্ত।

এই টেস্টে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিপক্ষে তিন পেসার খেলাচ্ছে বাংলাদেশ। তাসকিন আহমেদ, হাসান মাহমুদের সঙ্গে আছেন পেস সেনসেশন নাহিদ রানা।

ভারতও খেলাচ্ছে তিন পেসার। জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজের সঙ্গে তৃতীয় পেসার মাত্র এক টেস্ট খেলা আকাশ দীপ।

বাংলাদেশ একাদশ
সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।

ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), জশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, মোহাম্মদ সিরাজ।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।