ভারতের বিপক্ষে টেস্ট দল ঘোষণা হবে কবে?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২৪

আজ রোববার টেস্ট ও টি-টোয়েন্টি দলের অনুশীলন শুরু হলেও ভারতের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা কিন্তু হয়নি এখনও। এখন যারা অনুশীলন করছেন, তাদেরকে সম্ভাব্য ধরেই ডাকা হয়েছে। প্রশ্ন উঠেছে, দল ঘোষণা হবে কবে? যেহেতু আগামী ১৯ সেপ্টেম্বর থেকে কানপুরে শুরু প্রথম টেস্ট, আর ১৫ সেপ্টেম্বর টেস্ট দল ভারত যাবে, তাই আগে টেস্ট স্কোয়াডই ঘোষণা হবে। সেটা কবে?

জানা গেছে, ১০-১১ সেপ্টেম্বরের আগে দল ঘোষণার সম্ভাবনা কম। কারণ বিসিবি সভাপতি ফারুক আহমেদ এসিসির সভায় যোগ দিতে দুবাই গেছেন। ফিরবেন ১০ সেপ্টেম্বর। ধারণা করা হচ্ছে বোর্ড প্রধান ফিরেই হয়ত টেস্ট দল অনুমোদন করবেন। তাই দল ঘোষণায় হয়ত আরও ২-৩ দিন দেরি হবে।

অবশ্য টেস্ট দলে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে নাজমুল হোসেন শান্তর দল দারুন পারফরম করেছে। সেখানে ব্যাটারদের পাশাপাশি পেসার ও স্পিনাররাও নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। পারফরমেন্স ভাল হওয়ায় এবং দল জেতায় একাদশেও বড় ধরনের কোন পরিবর্তন আনা হয়নি।

রাওয়ালপিন্ডিতে হওয়া ২ টেস্টে খেলেছেন ১২ জন। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টে একটিমাত্র পরিবর্তন ঘটেছে। প্রথম টেস্টে থাকা শরিফুলের পরিবর্তে তাসকিন খেলেছেন শেষ টেস্ট। খুব স্বাভাবিকভাবেই ওই ১২ জনের বাইরে থাকাদের আর নিজেকে মেলে ধরার সুযোগই হয়নি।

এখন পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট জয়ী একাদশের জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও নাহিদ রানা ভারতের বিপক্ষে টেস্ট স্কোয়াডে থাকা শতভাগ নিশ্চিত।

এর বাইরে বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামও ব্যাকআপ স্পিনার হিসেবে দলে থাকবেন। পাকিস্তানের সাথে টেস্ট সিরিজের ঠিক আগে ইনজুরির শিকার মাহমুদুল হাসান জয়ের ভারত সফরে অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা খুব বেশি। তবে টি-টোয়েন্টি দলে পারভেজ ইমনসহ একাধিক মুখের অন্তর্ভুক্তির সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।