সিপিএল থেকে বিদায় নিলেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৭ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৪

ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ক্রিকেট প্রতিেযোগিতা সিপিএল থেকেও বিদায় নিলেন ডোয়াইন ব্রাভো। গতকাল আনুষ্ঠানিকভাবে এই বিদায়ের কথা জানালেন ক্যারিবিয়ান কিংবদন্তি। চলতি আসর শেষ হওয়ার পর আর সিপিএলে দেখা যাবে না ব্রাভোকে।

ব্রাভো জানিয়েছেন, চলতি সিপিএলই হবে তার ক্যারিয়ারের সর্বশেষ পেশাদার ক্রিকেট প্রতিযোগিতা। এর মাধ্যমে শেষ হবে আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাবেক এই তারকার দুই দশকের ক্রিকেট ক্যারিয়ার।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান ব্রাভো।

ইনস্টাগ্রামে এক পোস্টে তিনি লেখেন, ‘এটি একটি দুর্দান্ত যাত্রা ছিল। ক্যারিবিয়ানদের সামনে আমার চূড়ান্ত পেশাদার টুর্নামেন্ট খেলার অপেক্ষায় রয়েছি। ত্রিনবাগো নাইট রাইডার্স হলো এমন জায়গা যেখানে আমার জন্য সবকিছু শুরু হয়েছিল এবং এই দলের সঙ্গে আমার ক্যারিয়ারের শেষ সময় কাটবে।’

সিপিএলের সঙ্গে ব্রাভোর নাড়ির সম্পর্ক অত্যন্ত মজবুত। এই লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি হলেন ব্রাভো। ১০৩ ম্যাচে ১২৮ উইকেট নিয়েছেন এই অলরান্ডার। আর ব্যাট হাতে ১ হাজার ১৫৫ রান করেছেন ব্রাভো।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।