সাকিব ইস্যুতে যা বললেন আকরাম খান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৭ আগস্ট ২০২৪

খুনের মামলায় অভিযুক্ত সাকিব আল হাসানের কী হবে? তিনি কি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও খেলবেন? নাকি লিগ্যাল নোটিশ পাওয়ায় বিসিবি তাকে দেশে ফেরত নিয়ে আসবে?

রাওয়ালপিন্ডিতে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে টিম বাংলাদেশের চমক জাগানো জয় ছাপিয়ে ভক্ত ও সমর্থকদের মনে এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ কদিন আগে যখন এই ইস্যুতে গণমাধ্যমে কথা বলেছেন, তখনও রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ আর পাকিস্তানের প্রথম টেস্ট চলছিল।

তাই বিসিবি সভাপতি বলেছিলেন, টেস্টের মাঝখানে তো আর কাউকে ফিরিয়ে আনা সম্ভব না। তিনি জানিয়েছিলেন, সাকিবের নামে খুনের মামলা হলেও লিগ্যাল নোটিশটা বিসিবির হাতে পৌঁছেনি। তাই এই ব্যাপারে কিছু বলতে পারবেন না বলে বিসিবি সভাপতি।

তার ভাষ্য ছিল, ‘মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কাল টেস্টের পঞ্চম দিন, এই মুহূর্তে তাকে ফিরিয়ে আনা যায় না।’

আজ মঙ্গলবার প্রায় একই সুরে কথা বললেন বিসিবির আরেক পরিচালক আকরাম খান। জাতীয় দলের এ সাবেক অধিনায়ক জানান, ‘আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু শেষবার গণমাধ্যমের সঙ্গে আলাপে সেটা ক্লিয়ার করে দিয়েছেন। আইনি কোনো নোটিশ না পাওয়ার ব্যাপারে উনি বলেছেন।’

বিসিবি এখনও লিগ্যাল নোটিশ হাতে পায়নি, এমন জানিয়ে বোর্ড পরিচালক আকরাম বলেন, ‘আমার জানামতে এখনও কোনো আইনি নোটিশ পাইনি। এটা পেলে হয়তো সবাই বসে পরবর্তী সিদ্ধান্ত নিবো। আমার মনে হয়, কিছুদিনের মধ্যে আপনারা ক্লিয়ার হবে যাবেন।’

সাংবাদিকদের পক্ষ থেকে সাকিবের টেস্ট পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে আকরাম খান জবাব দেন এভাবে, ‘সাকিবের পারফরম্যান্স নিয়ে তো বলার কিছু নেই। আপনি শুধু গত দুইটা কেন, গত দুই বছরের পারফরম্যান্সও যদি বলেন- কোয়ালিটি প্লেয়ার ছাড়া একটা দেশে কিন্তু ১৪-১৫ বছর খেলা সম্ভব না। এটা একটা বড় ব্যাপার। ওর তো পারফরম্যান্স সবসময় ভালো এবং যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু আমরা বাড়তি সুবিধা পাই।’

এআরবি/এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।