পুরানের ব্যাটিং ঝড়ে উড়ে গেলো দক্ষিণ আফ্রিকা
টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর টি-টোয়েন্টি সিরিজে ঠিকই ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নিকলাস পুরানের ব্যাটিং তাণ্ডবে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটের ব্যবধানে হারিয়েছে ক্যারিবীয়রা।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে প্রথমে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান। জবাব দিতে নেমে নিকলাস পুরানের ২৬ বলে ৬৫ রানে ভর করে ১৭.৫ ওভারে (১৩ বল হাতে রেখে) ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২টি বাউন্ডারি এবং ৭টি ছক্কার মার মারেন পুরান।
জুন মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলেছিল দক্ষিণ আফ্রিকা। সেই দলকেই অনায়াসে হারালো ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা।
ত্রিনিদাদে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৪ রান তোলেন ত্রিস্টান স্টাবসরা। অধিনায়ক এইডেন মার্করাম (১৪) রান না পেলেও স্টাবস ৭৬ রান করেন। ৪২ বলে সাজানো ইনিংসটিতে ছিল ৮টি বাউন্ডারি ও ৩টি ছক্কার মার। প্যাট্রিক ক্রুগার করেন ৪৪ রান। অন্য কোনও ব্যাটার ১৫ রানও করতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার ১৭৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৩ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয়। দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে এবং শাই হোপ মিলে ৮৪ রানের জুটি গড়েন। অ্যাথানাজে করেন ৪০ রান। হোপ করেন ৩৬ বলে ৫১ রান। দলকে জেতানোর বাকি কাজটা করেন পুরান। ২৬ বলে ৬৫ রানের ঝোড়ো ম্যাচ জেতানো ইনিংস খেলেন তিনি।
তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। পরের দু’টি ম্যাচ ২৬ এবং ২৮ অগস্ট।
আইএইচএস/