গায়ানা টেস্ট
দশম উইকেটের জুটিতে ৪০, তবুও ক্যারিবিয়ানরা অলআউট ১৪৪ রানে
গায়ানা প্রভিডেন্স স্টেডিয়ামের পিচ যেন পুরোটাই বোলারদের রাজত্ব। প্রথম দিনেই তাদের আগুনে বোলিংয়ে পড়েছিল ১৭ উইকেট। সেই পিচে আজ দ্বিতীয় দিনে কঠিন লড়াই করে যদিও দশম উইকেটে ৪০ রানের জুটি করতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে অবশ্য প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ১৬০ রান টপকাতে পারেনি ক্যারিবীয়রা। ১৬ রান কম নিয়ে ১৪৪ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
প্রথম দিনে প্রোটিয়াদের ১৬০ রানের জবাবে নেমে ৯৭ রান নিতে ৭ উইকেট হারিয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ। আজ শুক্রবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট হারায় তারা।
দলীয় ১০৩ রানের মাথায় নবম ব্যাটার জোমেল ওয়ারিন (১৬ বলে ০) আউট হন। কোনো রান যোগ না করতেই জায়ডান সিলসের উইকেটও (৭ বলে ০) হারায় ওয়েস্ট ইন্ডিজ। তখন মনে হয়েছিল, ১১০ রানও করতে পারবে না স্বাগতিকরা।
কিন্তু না। দশম উইকেটে শামার জোসেফকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন জেসন হোল্ডার। প্রোটিয়া বোলারদের তোপের মুখেও শেষ উইকেটে ৪৩ বলে ৪০ রানের জুটি করেন তারা। এতে দক্ষিণ আফ্রিকাকে চেজ করতে না পারলেও রানের ব্যবধান কমাতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।
আগের দিন ওয়েস্ট ইন্ডিজের প্রথম পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই আউট হন পাঁচ রানের কম করে। তিন নম্বরে কিয়েসি কার্টি করেন ২৬ রান।
এরপর একাই লড়েছেন হোল্ডার। অভিজ্ঞ এই অলরাউন্ডার প্রথম দিনের খেলা শেষে অপরাজিত ছিলেন ৩৩ রানে। আজ ফিফটির মাইলফলক স্পর্শ করতে পেরেছেন তিনি। ৮৮ বলে অপরাজিত ৫৪ রান করেন হোল্ডার। তার একমাত্র ফিফটিতে ১৪৪ রানে গিয়ে থামে ওয়েস্ট ইন্ডিজ। সঙ্গে ২৫ রানের (২৭ বলে) অবদান ছিল জোসেফের।
এমএইচ/এএসএম