‘ক্রিকেট তো জাতির আবেগ, ভালবাসা ও ঐক্যের প্রতীক’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০৮ আগস্ট ২০২৪

ছাত্রজনতার রক্তক্ষয়ী আন্দোলনে শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগ আর পতনে ক’দিন জাতীয় দল ও ‘এ’ দলের অনুশীল হয়নি। একবেলা বিমান বন্দর বন্ধ থাকায় বাংলাদেশ ‘এ’ দল পূর্ব নির্ধারিত সময়ে পাকিস্তানও যেতে পারেনি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল ৯ আগস্ট এনামুল হক বিজয়ের নেতৃত্বে পাকিস্তান যাবে ‘এ’ দল।

স্বৈরাচারের পতন ঘটেছে। দেশে অন্তবর্তীকালিন সরকারও দায়িত্ব শুরু করতে যাচ্ছে। এমন অবস্থায় ক্রিকেটাররাও স্বস্তিতে নতুন উদ্যমে অনুশীলনে নেমেছেন। আজ বৃহস্পতিবার জাতীয় দল ও ‘এ’ দল অনুশীলন করেছে শেরে বাংলা স্টেডিয়ামে।

রাত পোহালে তার নেতৃত্বে ‘এ’ দল পাকিস্তান যাবে। ফুরফুরে মেজাজে এনামুল হক বিজয়। ‘এ’ দল অধিনায়কের অনুভব, ক্রিকেট মাঠে ফেরায় একটা অন্যরকম ভালোলাগা কাজ করছে সবার মনে।

তাইতো মুখে এমন কথা, ‘আসলে ক্রিকেট তো একটা ইমোশনের জায়গা আছে, সাথে আমরা সবাইকে এন্টারটেইন করি। সবাই আনন্দ পায় ক্রিকেটটাকে দেখে।’

বিজয় মনে করেন, ‘ক্রিকেট দেশ ও জাতির ভালোলাগা, ভালবাসার পাশাপাশি ঐক্যেরও প্রতীক। ক্রিকেট সবাইকে এক করে।’

তার নেতৃত্বে ‘এ’ দল খেলবে পাকিস্তান ‘এ’ দলের সাথে। ওই দলের বেশ কয়েকজন সদস্য মুশফিকুর রহিম, মুমিনুল হক, মাহমুদুল হাসান জয় ও শাহাদাত হোসেন দিপু আছেন ‘এ’ দলে। আগেই জানা, পাকিস্তানের সাথে ২ টেস্টের আগে টেস্ট দলের ৪ ক্রিকেটার ‘এ’ দলের হয়ে ইসলামাবাদে পাকিস্তান ‘এ’ দলের সাথে প্রথম ৪ দিনের ম্যাচ খেলবে। বিজয়ের ধারনা, টেস্টের জন্য ওই ম্যাচ খেলটা বিশেষ কাজে দেবে।

আমি আশা করি যে, ‘টেস্টের আগে ‘এ’ দলের হয়ে চারদিনের ম্যাচ খেলাটা দারুণ কাজে লাগবে। অলমোস্ট অনেকগুলো প্লেয়ার আছে যাদের দারুণ অভিজ্ঞতা হবে। যেটা অবশ্যই ন্যাশন্যাল টিমে বাংলাদেশের জন্য অবশ্যই একটা প্রাইডের জায়গা হতে পারে। কারণ, পাকিস্তান ব্যাটিং বেশ সহায়ক হয় অনেক সময়। দুই দলের একটা আশা থাকে।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।