শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:৫০ পিএম, ০৮ আগস্ট ২০২৪

শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটার প্রাভিন জয়াবিক্রমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। লঙ্কানদের হয়ে ১৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই স্পিনারের বিপক্ষে দুর্নীতি দমন সংক্রান্ত ৩টি ধারা ভঙ্গের অভিযোগ উত্থাপন করেছে আইসিসি।

অভিযোগের মধ্যে অন্যতম হলো, ফিক্সিংয়ে জড়িত হওয়ার প্রস্তাব পেয়েও তা গোপন করেছিলেন জয়াবিক্রমা। এছাড়া আইসিসি যেন সে প্রস্তাব সম্পর্কে জানতে না পারে, সেজন্য তিনি এই সংশ্লিষ্ট বার্তাগুলোও মুছে ফেলেন বলে অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

আইসিসি জানায়, দুইবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও সেটি গোপন করেন জয়াবিক্রমা। এর মধ্যে একটি আন্তর্জাতিক ম্যাচ, অন্যটি লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচ। দুই ক্ষেত্রেই তথ্য গোপন করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। এছাড়া বার্তাও মুছে ফেলেন তিনি।

আগামী ১৪ দিনের মধ্যে এসব অভিযোগের জবাব দিতে বলা হয়েছে জয়াবিক্রমাকে। যা গণনা শুরু হয়েছে গত ৬ আগস্ট থেকে। আইসিসি ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড জয়াবিক্রমার বিরুদ্ধে এই অভিযোগের তদন্ত করতে সম্মত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০২১ সালের মে মাসে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শ্রীলঙ্কা দলে অভিষেক হয় জয়াবিক্রমার। একই বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটেও লঙ্কান জাতীয় দলের জার্সি গায়ে জড়ান এই স্পিনার।

এমএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।