আগামী বছরের এশিয়া কাপ ভারতে, ২০২৭ সালের আয়োজক বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৬ এএম, ২৯ জুলাই ২০২৪

২০২৫ সালে এশিয়া কাপ আয়োজেন করবে ভারত। টুর্নামেন্টটি হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। ২০২৭ সালে বাংলাদেশে ফিরবে মহাদেশীয় ক্রিকেট প্রতিযোগিতাটি। এই আসর হবে ওডিআই ফরম্যাটে।

দুটি আসরেই অংশ নেবে ৬টি দল। এর মধ্যে ৫টি দল সরাসরি খেলতে পারবে। একটি দল আসবে কোয়ালিফায়ার খেলে। নিশ্চিত ৫টি দল হলো- বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এছাড়া নারী এশিয়া কাপের পরের আসর হবে ২০২৬ সালে। সদ্যসমাপ্ত আসরের মতো সেটিও হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

গত শনিবার এসব তথ্য জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংস্থাটি ইনভাইটেশন ফর এক্সপেশন অব ইন্টারেস্ট (আইইওআই) একটি ডকুমেন্টে এই শিডিউল নিশ্চিত করেছে। সেখানে খেলার তারিখ ভেন্যুসহ সবকিছুই চূড়ান্ত করা হয়েছে।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।