নারী টি-২০ এশিয়া কাপ

ভারতের বিপক্ষে আজ ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩০ এএম, ২৬ জুলাই ২০২৪
এশিয়া কাপের সেমিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ/ ফাইল ছবি

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আজ (শুক্রবার) সবচেয়ে বড় পরীক্ষা বাংলাদেশের। টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ভারতের বিপক্ষে প্রথম সেমিফাইনালে লড়বে নিগার সুলতানা জ্যোতির দল। ডাম্বুলায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এবারের টুর্নামেন্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল একদম যাচ্ছেতাই। শ্রীলঙ্কার বিপক্ষে একদম লড়াইই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা, হেরে যায় ৭ উইকেটে।

তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ নারী দল। থাইল্যান্ডকে হারায় ৭ উইকেটে। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে জয়ের বিকল্প ছিল না নিগার সুলতানাদের। সেই ম্যাচে ১১৪ রানের বিশাল জয়েই শেষ চারে পা রাখে টাইগ্রেসরা।

অন্যদিকে ভারত গ্রুপপর্বে তিন ম্যাচেই দাপুটে জয় পেয়েছে। প্রথম ম্যাচে তারা হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে, ৭ উইকেটে হেসেখেলে। পরের ম্যাচে আরব আমিরাতকে ৭৮ রান এবং শেষ ম্যাচে নেপালকে ৮২ রানের বড় ব্যবধানে উড়িয়েই সেমিতে এসেছে ভারত।

ভারতের যে ফর্ম, তাতে স্মৃতি মান্ধানার দলকে হারানো বেশ কঠিনই হবে বাংলাদেশের জন্য। তবে খেলাটি সেমিফাইনাল, নির্দিষ্ট দিনে যে দল স্নায়ু ধরে রাখতে পারবে তারাই জিতবে। নকআউট ম্যাচ বলেই ভালো কিছুর আশায় বাংলাদেশের সমর্থকরা।

এদিকে ডাম্বুলায় এশিয়া কাপের অপর সেমিফাইনালে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখোমুখি হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কা নারী দল।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।