টালমাটাল যুক্তরাষ্ট্র ক্রিকেট

বোর্ড সভাপতির অপশাসনের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৫ জুলাই ২০২৪

জুনে আইসিসির টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সহ-আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে বেশ ভালো পারফরম্যান্স করে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল।

তবে স্মরণীয় বিশ্বকাপ শেষ করার এক মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রের ক্রিকেটে দেখা দিয়েছে অশান্তির ছায়া। সভাপতি ভেনু পিসিকের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তুলে আইসিসিকে মেইল করেছেন বোর্ড পরিচালকরা।

যুক্তরাষ্ট্র ক্রিকেটের সভাপতি ভেনু পিসিকের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ তো রয়েছেই, রয়েছে দুর্নীতির অভিযোগ। আর্থিক অনিয়মের ব্যাপারেও তদন্ত করার দাবি তোলা হয়েছে।

অভিযোগের বহর এখানেই শেষ হচ্ছে না। যেখানে বলা হয়েছে, অনৈতিকভাবে বোর্ডের সিইওকে নিজের ক্ষমতার অপব্যবহার করে বরখাস্ত করেছেন বোর্ড সভাপতি। কাজের পরিবেশ নষ্ট করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্র ক্রিকেটের পরিচালক অর্জুন গোনা, কুলজিত সিং এবং প্যাট্রিসিয়া হুইটেকার একটি বিস্তারিত ইমেইলে এসব অভিযোগ পাঠিয়েছেন আইসিসির কাছে। আইসিসির হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

এই বছর যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মেজর লিগ ক্রিকেটের দ্বিতীয় আসর বসেছে। জাতীয় দলও উন্নতির পথে। ধীরে ধীরে যখন আমেরিকার ক্রিকেট এগোনোর চেষ্টা করছে, তখন এই ধরনের ঘটনা দেশটির ক্রিকেটে নিঃসন্দেহে বড় ধাক্কা।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।