অবসরের পরে ইংল্যান্ড দলের নতুন দায়িত্বে অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৮ জুলাই ২০২৪

ইংল্যান্ড দল থেকে অবসর নিয়েছেন দুই যুগেরও বেশি সময় ধরে বল হাতে দাপিয়ে বেড়ানো পেসার জেমস অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে শেষবারের মতো ইংল্যান্ডের জার্সি পরেছেন তিনি। টেস্ট ক্রিকেটের এই কিংবদন্তির নামের পাশে আছে ৭০৪ উইকেট। ম্যাচ খেলেছেন ১৮৮টি।

অবসর নিলেও এখনো ইংল্যান্ড দলের দায়িত্ব ছাড়ছেন না অ্যান্ডারসন। বল হাতে তাকে দেখা যাবে না ঠিকই, তবে ইংলিশ দলে তাকে অন্য ভূমিকায় দেখা যাবে। নতুন পেসারদের মেন্টর হিসেবে কাজ করবেন তিনি।

আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে থাকছেন অ্যান্ডারসন। এরপর তাকে এই ভূমিকায় দেখা যাবে কিনা, সেটি অবশ্য নিশ্চিত করেনি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

নিজের শেষ ম্যাচেই নতুন উত্তরসূরিকে মাঠে দেখে গেছেন অ্যান্ডারসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট খেলে তিনি অবসর নিয়েছেন, আর সেই ম্যাচেই অভিষেক হয়েছে নতুন পেসার গাট অ্যাটকিনসনের। ওই ম্যাচে প্রজন্মের দুই পেসারই ধসিয়ে দিয়েছেন ক্যারিবীয়দের। দুই ইনিংস মিলিয়ে অ্যাটকিনসন নিয়েছেন ১২ উইকেট।

অ্যান্ডারসন অবসর নেওয়ায় দ্বিতীয় টেস্ট দলে জায়গা পেয়েছেন মার্ক উড। তার সঙ্গে ট্রেন্টব্রিজে এই ম্যাচে জুটি করবেন নতুন পেসার অ্যাটকিনসন। এই পেসারকে দিকনির্দেশনা দেওয়া ও দেখভাল করার দায়িত্বেই থাকবেন অ্যান্ডারসন ।

অ্যান্ডারসন ক্যারিয়ার শেষ করেছেন লাল বলের ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি পেসার হিসেবে। এই ফরম্যাটে উইকেট শিকারে শীর্ষে আছেন শ্রীলঙ্কা স্পিনার মুত্তিয়া মুরালিধরন। তিনি শিকার করেছেন ৮০০ উইকেট। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। এরপরই আছেন অ্যান্ডারসন।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।