গম্ভীরের অনুরোধ রাখলেন রোহিত, নিজেদের সিদ্ধান্তে অটল কোহলি-বুমরাহ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৮ জুলাই ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের লম্বা কাটানোর কথা ভাবছেন ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটাররা। চলতি মাসের শেষ দিকে শ্রীলঙ্কা সফরে না গিয়ে আগামী সেপ্টেম্বরে একেবারে বাংলাদেশের বিপক্ষে হোমসিরিজ দিয়ে ক্রিকেটে ফেরার চিন্তা করছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও জাসপ্রিত বুমরাহের মতো দলের জ্যেষ্ঠ তারকারা।

তবে সিনিয়র ক্রিকেটারদের লম্বা ছুটির পক্ষে নন ভারতীয় দলের নতুন হেড কোচ গৌতম গম্ভীর। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে রোহিতরা থাকেন, সে অনুরোধ জানিয়েছেন তিনি। গম্ভীরের অনুরোধ রাখতে রাজি হয়েছেন রোহিত। ফলে আগামী ২ আগস্ট শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের নেতৃত্ব দেবেন তিনি।

এদিকে গম্ভীরের অনুরোধে সায় দেননি কোহলি ও বুমরাহ। লঙ্কানদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজ খেলবেন না তারা। বাংলাদেশের বিপক্ষে হোম সিরিজ দিয়েই ক্রিকেটে ফিরবেন তারা।

কোহলি-রোহিত বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। যে কারণে আগামী ২৭ জুলাই থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না তারা। বোডসূত্রে জানা গেছে, সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।