অ্যান্ডারসনের অবসরে ভুল শব্দ ব্যবহার করে ট্রলের শিকার বাবর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১৩ জুলাই ২০২৪

ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসনের ২১ বছরের ক্যারিয়ার শেষ হয়েছে গতকাল শুক্রবার। ১৮৮ ম্যাচ খেলে নিজের নামের পাশে ৭০৪ উইকেট নিয়ে লাল বলের ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকেও বিদায় জানিয়ে দিয়েছেন তিনি। আবেগঘন বিবৃৃতি দিয়ে কিংবদন্তি এই তারকাকে বিদায় জানিয়েছেন বর্তমান ও সাবেক বড় ক্রিকেটাররা। সঙ্গে জানিয়েছেন অভিনন্দনও।

অ্যান্ডারসনকে নিয়ে বিবৃতি দেওয়া ক্রীড়াবিদদের সঙ্গে হয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমও। তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টের মাধ্যমে ইংলিশ তারকাকে বিদায় জানাতে গিয়ে বিপদেই পড়েছেন বাবর। পোস্টে অদ্ভুত এক ভুল করে বসেন পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। যে কারণে ক্রিকেটভক্তদের ট্রলের শিকারও হতে হয়েছে তাকে।

পোস্টে অ্যান্ডারসনের বোলিংকে ‘কাটার’ বলে উল্লেখ করেন বাবর। অথচ অ্যান্ডারসনের বোলিংয়ে ছিল ‘সুইং’।

ভুল শব্দ লিখে ক্রিকেটভক্তদের তোপের মুখে পড়ে অবশ্য পরে সেই পোস্টটি মুছে ফেলেন বাবর। এরপর আরেকটি পোস্ট করেন তিনি। সেখানে সঠিক শব্দ লিখে দেন বাবর।

মুছে ফেলা পোস্টে বাবর লিখেছেন, ‘আপনার কাটারের মুখোমুখি হওয়াটা একটা সৌভাগ্যের বিষয় ছিল, জিমি! সুন্দর খেলাটি এখন তার সেরা তারকাকে মিস করবে। খেলাটিতে আপনার অসাধারণ ত্যাগ স্মরণীয় এক বিষয়। আপনার জন্য অনেক শ্রদ্ধা, গোট (জিওএটি, গ্রেটেস্ট অব অলটাইম)।’

নতুন পোস্টে বাবর লিখেছেন, ‘আপনার সুইংয়ের মুখোমুখি হওয়াটা ছিল সম্মানের, জিমি! সুন্দর এই খেলাটি এর একজন সেরা তারকাকে মিস করবে। খেলাটিতে আপনার অসাধারণ ত্যাগ স্মরণীয় এক বিষয়। আপনার জন্য অনেক শ্রদ্ধা, গোট (জিওএটি, গ্রেটেস্ট অব অলটাইম)।’

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।