বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৪ পিএম, ০৫ জুলাই ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান, এটি আগেই জানা। তবে এতদিন নিজেদের হোম সিরিজের সূচি ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অবশেষে আজ টাইগারদের বিপক্ষে লাল বলের সিরিজের সূচি ঘোষণা করেছে সংস্থাটি।

ঘোষিত সূচি অনুসারে, আগামী আগস্টে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। এই সফরে পাকিস্তানের বিপক্ষে কেবল দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা।

প্রথম টেস্ট ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। শুরু হবে ২৫ আগস্ট। আর ফাইনাল টেস্ট ম্যাচটি ৩০ আগস্ট করাচিতে।

পাকিস্তান ঐতিহ্যগতভাবে আগস্ট মাসে সিরিজ খেলে না। নিজেদের ইতিহাসে কেবল দুটি টেস্ট ম্যাচ খেলেছে এই মাসে। সেটিও বাংলাদেশের বিপক্ষেই ২০০৩ সালে।

আগস্টে না খেলার কারণ হলো, এই সময়ে দেশটির আবহাওয়া অত্যন্ত উষ্ণ থাকে। যাকে খেলার জন্য আদর্শ বলে ধরা হয় না।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে চলতি বছরই ইংল্যান্ডের বিপক্ষে ৩টি টেস্ট খেলবে পাকিস্তান।

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।