আবারও পাঁচে নামলেন সাকিব, শীর্ষে হার্দিক পান্ডিয়া

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮ পিএম, ০৩ জুলাই ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ অলরাউন্ড নৈপূণ্য দেখিয়েছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ফলটাও হতেনাতে পেয়েছেন তিনি। আজ প্রকাশি আইসিসি টি-টোয়ন্টি র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন তিনি।

সর্বশেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে দেখা যাচ্ছে ২ ধাপ এগিয়ে শীর্ষে উঠেছেন এই অলরাউন্ডার। তার রেটিং পয়েন্ট ২২২। দ্বিতীয় স্থানে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবি এক ধাক্কায় নেমে গেছেন ৪ ধাপ। তিনি চলে গেছেন ৬ নম্বরে।

দ্বিতীয় স্থানে ছিলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি দ্বিতীয়দেই আছেন। তিনে উঠে এসেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিজ। জিম্বাবুয়ের সিকান্দার রাজা রইলেন চার নম্বরে।

আবারও ৫ নম্বরে নেমে গেলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার রেটিং পয়েন্ট এখন ২০৬। ৪০৯ পর্যন্তও একবার রেটিং পয়েন্ট উঠেছিলো তার। কিন্তু বিশ্বকাপের আগে থেকে বাজে পারফরম্যান্স সাকিবকে ধীরে ধীরে নিচে নামিয়ে দিচ্ছে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।