বিপিএলের প্লেয়ার্স ড্রাফট সেপ্টেম্বরে

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৮ পিএম, ০১ জুলাই ২০২৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর কবে শুরু হবে, সেটিই এখনও নিশ্চিত হয়নি। ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে শুরু করার প্রাথমিক আলোচনা হয়েছে। এরই মধ্যে জানা গেলো, চলতি বছরের সেপ্টেম্বরে হবে প্লেয়ার্স ড্রাফট।

আজ (সোমবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন এই খবর। এরই মধ্যে দলগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘বিপিএলের আগের বেশিরভাগ দলই অংশ নেবে বলে আমাদের জানিয়েছে। দু-একটা দল যারা জানায়নি, তাদের অপেক্ষা করছি। আর প্লেয়ার্স ড্রাফট হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে।’

বিপিএলের সময়সূচি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘এফটিপিতে (ভবিষ্যৎ সফর পরিকল্পনা) আমাদের যে কমিটমেন্ট থাকে বা আইসিসির মেজর ইভেন্টে আমাদের যে কমিটমেন্ট থাকে, তার সঙ্গেই আমরা এডজাস্ট করে নিই। যদি কোনো ক্ষেত্রে ফাইন টিউনিং প্রয়োজন হয়, সেটা আমরা করে নেব।’

বাংলাদেশ দল ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে ওয়েস্ট ইন্ডিজে। বিপিএল শুরু হওয়ার কথা জানুয়ারির প্রথম সপ্তাহে। দেড় মাসের এই টুর্নামেন্টের পরপরই পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে টিম বাংলাদেশ।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।