‘ব্যাটিংয়ে এভাবে ধারাবাহিক ব্যর্থ হতে কখনো দেখিনি’

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ২৯ জুন ২০২৪

প্রাপ্তি ও অর্জন নিয়েই সরাসরি অসন্তোষ প্রকাশ না করলেও বিসিবির সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে টাইগারদের ব্যাটিং দেখে চরম হতাশ।

বিশ্বকাপে ব্যাটিং ও বোলিং নিয়ে আজ কথা বলতে গিয়ে বোলারদের উচ্ছ্বসিত প্রশংসা করতে দ্বিধা করলেন না বোর্ডের এ অন্যতম শীর্ষ কর্মকর্তা। তবে ব্যাটারদের ব্যাট চালনা তাকে চরম হতাশ করেছে।

পুরো আসরে ব্যর্থতার ঘানি টেনেছেন ব্যাটাররা। একটি ম্যাচেও ব্যাটিং ভাল হয়নি। ওপেনার তথা টপ অর্ডার বেশি অনুজ্জ্বল হলেও আসলে কারো ব্যাটেই রান ছিল না। জালাল ব্যাটিং দূর্বলতা খুঁজে বের করে কাজ করার প্রয়োজনীয়তাও অনুভব করছেন।

জালাল ইউনুস এ নিয়ে জানান, ব্যাটিংয়ে এভাবে ধারাবাহিকভাবে ব্যর্থ হতে তিনি এর আগে কখনো দেখেননি। তার ব্যাখ্যা, ‘হয়তো একজন ফেইল করেছে, আরেকজন গিয়ে কভার করেছে। টপ অর্ডারের পর মিডল অর্ডারেও আমরা ফেইল করেছি। তবে টপ অর্ডারের ব্যর্থতা বেশি। সবাই স্বীকার করে। খেলোয়াড়েরাও স্বীকার করে। তবে মাঠে গিয়ে কেউ খারাপ খেলতে চায় না। সবাই ভালোই খেলতে চায়। ব্যাটিংয়ের যেসব জায়গায় দূর্বলতা আছে, সেগুলো খুঁজে বের করে কাজ করতে হবে।’

অন্যদিকে বোলারদের প্রশংসা করতেও দ্বিধা নেই বিসিবির এ অন্যতম নীতি নির্ধারকের। তার কথা, ‘আপনি যদি আরও প্রাপ্তির কথা বলেন, তাহলে আমাদের বোলিং বিভাগে প্রাপ্তি আছে। আমাদের পেসার এবং স্পিনাররা ব্রিলিয়ান্ট বোলিং করেছে।’

‘বিশেষ করে লেগস্পিনার রিশাদ। নিজেকে প্রমাণ করতে ওর জন্য এটা বড় মঞ্চ ছিল। সে সব মিলিয়ে ভালোই করেছে। সব মিলিয়ে দেখেন, এই বিশ্বকাপে আমরা ভালো খেলেছি।’

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।