এক ওভারে রেকর্ড ৪৩ রান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৬ জুন ২০২৪
রেকর্ডগড়া ওভারে ৯ ডেলিভারিতে ৮ বাউন্ডারি হাঁকান কিম্বার/ ছবি: সংগৃহীত

এক ওভারে বৈধ ডেলিভারি ছয়টি। তাতে ছয় ছক্কা হলেও ৩৬ রানের বেশি উঠবে না। তবে ওয়াইড-নো বলসহ বাড়তি ডেলিভারি হলে অনেক সময় এর চেয়েও বেশি রান উঠে যেতে পারে। যেমনটা উঠলো ওলি রবিনসনের এক ওভারে।

ইংলিশ কাউন্টি তথা প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করার বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন ইংলিশ পেসার ওলি রবিনসন। তার ওভার থেকে ৪৩ রান এসেছে লেস্টারশায়ারের ব্যাটার লুইস কিম্বারের মারকুটে ব্যাটিংয়ে।

ইংলিশ প্রথম শ্রেণির ক্রিকেটে কিম্বারই এখন কোনো ব্যাটার হিসেবে এক ওভারে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডের মালিক।

এর আগে ইংলিশ কাউন্টিতে এক ওভারে সর্বোচ্চ ৩৮ রান তোলার রেকর্ড ছিল দুটি। ১৯৯৮ সালে ল্যাঙ্কেশায়ারের অ্যান্ড্রু ফ্লিনটফের ওভার থেকে ৩৮ তুলেছিলেন সারের অ্যালেক্স টুডোর। আর গত ২৪ জুন শোয়েব বশিরের এক ওভারে পাঁচ ছক্কাসহ ৩৮ তুলেছিলেন সারের ড্যান লরেন্স।

কাউন্টিতে নো বলে ২ রান দেওয়ার নিয়ম। এক ওভারে যেভাবে ৪৩ রান এলো: ৬, ৪+২ নো, ৪, ৬, ৪, ৪+২ নো, ৪, ৪+২ নো, ১।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।