দলে কোন একতা নেই, ক্রিকেটারদের ফিটনেসও নেই: পাকিস্তান কোচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৭ জুন ২০২৪

আয়ারল্যান্ডের বিপক্ষে কোনমতে জয় দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রার ইতি টানলো পাকিস্তান। শেষ ম্যাচেও পাকিস্তানি ব্যাটারদের দৈন্যদশা ফুটে উঠেছে প্রকট আকারে।

দলের ভেতর ক্রিকেটারদের একে অপরের মধ্যকার সম্পর্ক নিয়ে এবার রীতিমতো বোমা ফাটালেন পাকিস্তানের বর্তমান সাদা বলের কোচ গ্যারি কারস্টেন।

পাকিস্তানভিত্তিক জিও নিউজ এক খবরে জানায়, গ্যারি কারস্টেনের চোখে দলের বেশিরভাগ খেলোয়াড়দেরই কোনো ফিটনেস নেই। তাছাড়া দলের দক্ষতা অন্যান্য দলগুলোর থেকে খুবই নিম্নমানের।

খবরে আরো জানানো হয়, কারস্টেন মতে কোন খেলোয়াড় কখন কোন শট খেলবেন সেটি সম্পর্কে তারা জানেই না। সে কোচ হিসেবে যোগদান করার থেকে দলের ভেতর কোন একতা দেখতে পায়নি। তিনি এর আগে এমন অবস্থার সম্মুখীন পৃথিবীর কোথাও হননি।

কারস্টেন দলের সবাইকে সোজা বাংলায় বলে দিয়েছেন, যারা নিজেদের উন্নতি করতে পারবে তারাই কেবল দলে থাকতে পারবে। নতুবা দলে তাদের জায়গা নেই।

আরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।