ভারতের বিপক্ষে ‘লড়াকু’ সংগ্রহ যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্রের পিচে রান হচ্ছে না। এখানে একশর ওপর স্কোর গড়েই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সে হিসেবে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াকু স্কোরই গড়ে ফেলেছে স্বাগতিকরা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ৮ উইকেট হারিয়ে তারা তুলেছে ১১০ রান। অর্থাৎ জিততে হলে ভারতকে করতে হবে ১১১।
টস হেরে ব্যাট করতে নেমে অর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল যুক্তরাষ্ট্র। প্রথম ওভারেই জোড়া উইকেট তুলে নেন বাঁহাতি এই পেসার। ২ উইকেট হারিয়ে ৬ ওভারের পাওয়ার প্লেতে যুক্তরাষ্ট্র তুলতে পারে মাত্র ১৮ রান।
সেখান থেকে ওপেনার স্টিভেন টেলর আর পরে নিতিশ কুমার ও কোরি অ্যান্ডারনের ব্যাটে লড়াকু স্কোর পায় স্বাগতিকরা। টেলর ৩০ বলে ২৪, নিতিশ ২৩ বলে ২৭ আর অ্যান্ডারসন ১২ বলে করেন ১৫ রান।
ভারতের অর্শদীপ সিং ৪ ওভারে মাত্র ৯ রান দিয়ে নেন ৪টি উইকেট। ১৪ রানে ২ উইকেট শিকার হার্দিক পান্ডিয়ার।
এমএমআর/