টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠালো আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০৭ জুন ২০২৪

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ৯৬ রানে অলআউট হয়ে ভারতের কাছে ৮ উইকেটে হেরেছে আয়ারল্যান্ড। সেই ম্যাচের হারের পর পিচের সমালোচনা করেছিলেন আইরিশরা। আজ সেই একই ভেন্যু নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে কানাডার মুখোমুভি পল স্টার্লিংয়ের দল।

অপরদিকে কানাডাও নিজেদের প্রথম ম্যাচ হেরেছে যুক্তরাষ্ট্রের কাছে। আজ দুই দলেরই লক্ষ্য পয়েন্ট তুলে নেওয়া। তবে আজ নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় হয়েছে আইরিশদের। টস জিতে ফিল্ডিং নিয়েছেন স্টার্লিং। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন কানাডা অধিনায়ক সাদ বিন জাফরকে।

 

আয়ারল্যান্ড একাদশ

পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ডি বালবির্নি, লরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, ব্যারি ম্যাকার্থি, জস লিটল, ক্রেইগ ইয়ং।

কানাডা একাদশ

অ্যারন জনসন, নবনিত ধালিওয়াল, পারগত সিং, নিকোলাস কির্টন, শ্রেয়াস মোভা (উইকেটরক্ষক), দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিকী, দিলন হেলিগার, কলিম সানা, জেরেমি গর্ডন।

 

এমএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।