হারিস রউফের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগ
পাকিস্তানকে লজ্জায় ডুবিয়ে ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার সুযোগ পাওয়া একটি দলের বিপক্ষে একবারের চ্যাম্পিয়ন ও একবারের ফাইনালিস্টদের হারকে সাধারণ চোখে মনে হতে পারে অঘটন। কিন্তু না। গতকাল ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামের সেই ম্যাচটি ভালোভাবে দেখলে স্পষ্ট হবে, যুক্তরাষ্ট্র আসলে নিজেদের কৌশল আর খেলার দক্ষতা দিয়েই পাকিস্তানকে কাবু করেছে।
হারের কষ্ট নিয়ে পরের ম্যাচ পর্যন্ত যেতে হতো পাকিস্তানকে, তাহলেও হতো। সেটিও হলো না। এরই মধ্যে দারুণ অস্বস্তিকর এক খবর পেল বাবর আজমরা। পাকিস্তান পেসার হারিস রউফের বিরুদ্ধে উঠেছে বল টেম্পারিংয়ের অভিযোগ। অভিযোগটি দায়ের করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ক্রিকেটার রাস্টি থেরন।
সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ (সাবেক টুইটার) নিজের আইডিতে এক পোস্টে মাধ্যমে থেরন এই অভিযোগ তোলেন।
@ICC are we just going to pretend Pakistan aren't scratching the hell out of this freshly changed ball? Reversing the ball that's just been changed 2 overs ago? You can literally see Harris Rauf running his thumb nail over the ball at the top of his mark. @usacricket #PakvsUSA
— Rusty Theron (@RustyTheron) June 6, 2024
পোস্টে থেরন লেখেন, ‘আইসিসি, আমরা কি পাকিস্তানের বল বিকৃতি দেখেও না দেখার ভান করবো? মাত্র দুই ওভার আগে যে বল বদল করা হয়েছে, তা রিভার্স করছে? আপনি আক্ষরিক অর্থেই দেখতে পাচ্ছেন হারিস রউফ বলের উপর তার আঙুলের নখ আঁচড়াচ্ছেন।’
বল টেম্পারিং বা বল বিকৃতি ক্রিকেটের বিধিনিষেধের আওতায় একটি মারাত্মক ও শাস্তিযোগ্য অপরাধ। বলে বেশি সুইং করানোর জন্য নিষিদ্ধ এই কাজটি করে থাকেন ক্রিকেটাররা। তবে হারিস রউফের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে এমন কোনো অভিযোগ দেয়নি যুক্তরাষ্ট্র।
এমএইচ/এমএস