বাবর আজম

নিজের মাইলফলক পরে, একমাত্র লক্ষ্য পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৬ পিএম, ০৫ জুন ২০২৪

টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগেই পাকিস্তান ক্রিকেট দলের পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা সমালোচনা হচ্ছে সর্বত্র। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে নামার আগে নিজের ব্যক্তিগত কোনো মাইলফলক স্পর্শ করার ইচ্ছে নেই বলে জানান বাবর আজম। তবে অধিনায়ক হিসেবে দলকে জেতাতে চান বিশ্বকাপ।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাবর আজম বলেন, ‘বিশ্বকাপে আমার নিজস্ব কোনো লক্ষ্যমাত্রা নেই। আমার নিজের মাইলফক এখানে পরের বিষয়। আমাদের একটাই মাত্র লক্ষ্য, সেটা হলো পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা।’

যুক্তরাষ্ট্রের কন্ডিশনে পাকিস্তানের খেলার তেমন অভিজ্ঞতা নেই। তবে শাদাব খান, হারিস রউফ ও ইমাদ ওয়াসিম মেজর ক্রিকেট লিগ খেলেছেন। যে কারণে কিছুটা হলেও এখানের আবহাওয়া সম্পর্কে ধারণা হয়েছে বাবর আজমদের।

যুক্তরাষ্ট্রকে সমীহ করে বাবর বলেন, ‘যুক্তরাষ্ট্র এই আবহাওয়ায় খেলে অভ্যস্ত। তারা এখানে অনেকদিন ধরে ক্রিকেট খেলছে। আমরা এর আগে অভিজ্ঞ ক্রিকেটাররা যে ভুলগুলো করেছি, সেগুলো যেন আর না করি সেটাতেই আমার চেষ্টা থাকবে।’

স্কোয়াডের সকল খেলোয়াড়ের সামর্থ্যের উপর ভরসা রাখছেন বাবর। তিনি বলেন, ‘আমরা আমাদের সামর্থ্যের উপর আস্থা রাখছি। ব্যাটিং ও বোলিং নিয়ে আমাদের আত্মবিশ্বাস রয়েছে। আশা করছি ভালো ক্রিকেট খেলতে পারবো।’

আরআর/এমএমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।