বিশ্বকাপের যে তালিকায় সবার শীর্ষে সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০১ জুন ২০২৪

যত দিন যাচ্ছে, টি-টোয়েন্টি হয়ে যাচ্ছে ব্যাটারদের খেলা। যদিও ভালো বোলাররাই ম্যাচ জেতাচ্ছেন শেষ অবধি। টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট কার, এই প্রশ্নের উত্তরে বাংলাদেশিদের আনন্দই অনুভব করার কথা বেশ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের নবম আসর।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট বাংলাদেশের সাকিব আল হাসানের। ৩৬ ম্যাচ খেলে ৪৭ উইকেট শিকার করেছেন তিনি। ওভারপ্রতি রান দিয়েছে ৬.৭৮ গড়ে। এখন পর্যন্ত বিশ্বকাপের সবগুলো আসরে খেলা দু’জন ক্রিকেটারের একজনও সাকিব। অন্যজন রোহিত শর্মা।

দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানের শহিদ আফ্রিদির উইকেট ৩৯টি, সাকিবের চেয়ে দুই ম্যাচ কম খেলেছেন তিনি। সাকিব ছাড়া সেরা পাঁচে থাকা আর কোনো বোলারই যাচ্ছেন না এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে। তিনে থাকা শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা সবশেষ খেলেছিলেন ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে। ৩১ ম্যাচ খেলে ৩৮ উইকেট তার। ২০১৪ বিশ্বকাপ জেতা শ্রীলঙ্কা দলের সদস্যও ছিলেন তিনি।

সেরা পাঁচে থাকা বাকি দুজন হলেন সাঈদ আজমল ও অজন্তা মেন্ডিস। ২৩ ম্যাচে আজমলের উইকেট ৩৬টি, ২১ ম্যাচ খেলে তার চেয়ে এক উইকেট কম পেয়েছেন মেন্ডিস। সাকিব ছাড়া সেরা দশে থাকা আর একজনই এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাচ্ছেন।

দুই আসরে ১৬ ম্যাচ খেলেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। এবার শ্রীলঙ্কার অধিনায়ক তাতেই তুলে নিয়েছেন ৩১ উইকেট। যদিও এবারের আসরেই সাকিবকে তার ধরে ফেলার সম্ভাবনা বেশ কম। অর্থাৎ সাকিবের রেকর্ডটা আরও কিছুদিন তার কাছেই থাকার কথা।

 টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ সর্বেচ্চ উইকেট শিকারী

খেলোয়াড়

সময়কল

ম্যাচ

ওভার

মেডেন

 রান

উইকেট

সেরা

গড়

ইকনোমি

সাকিব আল হাসান

২০০৭-২০২২

৩৬

১২৯.১

৮৭৬

৪৭

৪/৯

১৮.৬৩

৬.৭৮

শহিদ আফ্রিদি

২০০৭-২০১৬

৩৪

১৩৫.০

৯০৭

৩৯

৪/১১

২৩.২৫

৬.৭১

লাসিথ মালিঙ্গা

২০০৭-২০১৪

৩১

১০২.৪

৭৬৩

৩৮

৫/৩১

২০.০৭

৭.৪৩

সাঈদ আজমল

২০০৯-২০১৪

২৩

৮৯.২

৬০৭

৩৬

৪/১৯

১৬.৮৬

৬.৭৯

অজন্তা মেন্ডিস

২০০৯-২০১৪

২১

৭৮.৩

৫২৬

৩৫

৬/৮

১৫.০২

৬.৭০

উমর আকমল

২০০৭-২০১৪

২৪

৮২.৪

৬০৪

৩৫

৫/৬

১৭.২৫

৭.৩০

রবিচন্দ্রন অশ্বিন

২০১২-২০২২

২৪

৮৫.০

৫৫২

৩২

৪/১১

১৭.২৫

৬.৪৯

ওয়ানিন্দু হাসারাঙ্গা

২০২১-২০২২

১৬

৬১.০

৩৫৫

৩১

৩/৮

১১.৪৫

৫.৮১

ডেল স্টেইন

২০০৯-২০১৬

২৩

৮৩.১

৫৭৯

৩০

৪/১৭

১৯.৩০

৬.৯৬

স্টুয়ার্ট ব্রড

২০০৭-২০১৪

২৬

৮৬.৫

৬৭১

৩০

৩/১৭

২২.৩৬

৭.৭২

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।