অনুশীলনে যোগ দেননি কোহলি, অনিশ্চিত বাংলাদেশের বিপক্ষে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ২৯ মে ২০২৪

নিউইয়র্ক সিটিতে মঙ্গলবার প্রথম অনুশীলন সেশন করেছে ভারতীয় ক্রিকেট দল। এই অনুশীলনে দলের বেশিরভাগ সদস্যই উপস্থিত ছিলেন। ছিলেন না বিরাট কোহলি।

এখন পর্যন্ত কোহলি যুক্তরাষ্ট্রে পৌঁছাননি। ফলে ১ জুন নাসাও কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ভারতের একমাত্র প্রস্তুতি ম্যাচে নাও খেলতে পারেন এই ব্যাটিং সেনসেশন। কবে কোহলি সেখানে পৌঁছাবেন, সেটিরও কোনো আপডেট দেয়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

ভারতীয় দল নিউইয়র্কে পৌঁছেছে কয়েকটি ধাপে। আইপিএলের লিগপর্ব থেকে বাদ পড়া দলগুলোর ক্রিকেটাররা গেছেন প্রথম ধাপে। হার্দিক পান্ডিয়া অবশ্য একটু বিরতি নিয়ে গেছেন। এরপর প্লে-অফ থেকে বাদ পড়া দলের খেলোয়াড়রা পৌঁছেছেন।

ভারতীয় ক্রিকেটাররা এখন পর্যন্ত নিউইয়র্কে গিয়ে কোনো ম্যাচ খেলেননি। অনুশীলন করেছেন, স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিংয়ের কাজ এবং ফুটবল নিয়ে কিছু ড্রিল ট্রেনিং হয়েছে।

দলের স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ সোহম দেশাই মঙ্গলবারের অনুশীলন সেশনের ফাঁকে বলেন, 'তারা (খেলোয়াড়রা) প্রায় আড়াই মাস আমাদের (জাতীয় দল) থেকে দূরে ছিল। তাদের একসঙ্গে করে কেবল বোঝার চেষ্টা করা হচ্ছে, তারা কী অবস্থায় আছে, বিশ্বকাপের আগে কী করতে হবে।'

বিশ্বকাপের মূল মঞ্চে ভারতের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে। এরপর ৯ জুন গ্রুপের সবচেয়ে বড় ম্যাচ, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলতে নামবে ভারত। ১২ এবং ১৫ জুন পরের দুই ম্যাচে ভারতের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র আর কানাডা। প্রথম তিন ম্যাচ হবে নিউইয়র্কে, শেষেরটি ফ্লোরিডার লডারহিলে।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।