বিশ্বকাপে বাবরের ডেপুটি হতে নারাজ শাহিন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:০৭ পিএম, ২৫ মে ২০২৪

‘পাকিস্তান দলের অন্তর্কোন্দল নেই। টুকটাক যা মতবিরোধ আছে, সেটা সব পরিবারেই থাকে।’ এমন মন্তব্য করেছিলেন পাকিস্তান দলের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

নেতৃত্ব ইস্যুতে বাবর আজমের সঙ্গে দূরত্ব আছে, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু শাহিন আফ্রিদির নতুন এক সিদ্ধান্তে আবারও আলোচনা ডালপালা মেলেছে।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য শাহিন আফ্রিদিকে দলের সহ-অধিনায়ক হওয়ার প্রস্তাব দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু বাবর আজমের ডেপুটি হতে রাজি হননি এই পেসার। 'ডেইলি পাকিস্তান'সহ দেশটির বেশ কয়েকটি প্রথমসারির গণমাধ্যমে এসেছে এমন খবর।

এর আগে শাহিন আফ্রিদি পাকিস্তান দলের অধিনায়ক হয়েছিলেন। কিন্তু এক সিরিজে ব্যর্থতার পরই তাকে সরিয়ে দেওয়া হয়। বিশ্বকাপের আগে ফের দায়িত্ব দেওয়া হয় বাবর আজমকে। বাবরের নেতৃত্বেই এবারের বিশ্বকাপ খেলবে আনপ্রেডিক্টেবলরা।

শাহিন আফ্রিদি বাবরের ডেপুটি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান দায়িত্ব পেতে পারেন বলে প্রতিবেদনে এসেছে। নাম আছে শাদাব খানেরও।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।