আফগান সমর্থকের ওপর রেগে আগুন শাহিন আফ্রিদি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:০৮ পিএম, ১৩ মে ২০২৪

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচকে এখন দক্ষিণ এশিয়ার নতুন উত্তেজনার খেলা বলতে মনে ভুল হবে না। কারণ প্রায় ম্যাচেই দেখা যায়, দুই পক্ষের মধ্যে ব্যাট-বল কিংবা কথার লড়াই। এমনকি সেই লড়াই মাঠের গণ্ডি পেরিয়ে এখন বাইরেও চলে গেছে।

ডাবলিনে গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ উইকেটের দারুণ জয় পেয়েছে পাকিস্তান। সেখানেই লক্ষ্য করা গেছে তেমনি এক দৃশ্য।

সেই ঘটনার দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এতে ক্রিকেটভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা ধরনের আলোচনা-সমালোচনা।

একটি ভিডিওতে দেখা যায়, ম্যাচ চলাকালীন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ড্রেসিংরুম থেকে মাঠের দিকে যাচ্ছিলেন। এমন সময় পাশে থাকা এক আফগান সমর্থক তাকে দেখে বাজে মন্তব্য করেন। এতে প্রচণ্ড রেগে যান শাহিন। ওই আফগান ভক্তের দিকে ত্যাড়ে আসতে দেখা যায় পাক পেসারকে।

আরেকটি ভিডিওতে দেখা যায়, আফগান ভক্তের এই দৃষ্টিকটু বিষয়টি নিরাপত্তাকর্মীদের জানানোর প্রেক্ষিতে ওই আফগান সমর্থককে মাঠ থেকে বের করে দেন নিরাপত্তাকমীরা।

শাহিনকে লক্ষ্য করে বাজে মন্তব্য যে আফগান সমর্থক করেছেন তা জানিয়েছে পাকিস্তানের গণমাধ্যম ‘জিও সুপার’, ‘জিও নিউজ’ এবং ‘ক্রিকেট পাকিস্তান’।

এই ম্যাচে জয় নিয়ে সিরিজে ১-১ সমতায় ফিরেছে পাকিস্তান। দলের জয়ে বড় অবদান রেখেছেন মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান।

এদিন দারুণ একটি মাইলফলক স্পর্শ করেন শাহিন। আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ উইকেট শিকারের কীর্তি গড়েন তিনি। ১৪৫টি ম্যাচে এসব উইকেট নেন বাঁহাতি এই পেসার।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।