বাংলাদেশ সিরিজ শেষেই অবসরের ঘোষণা জিম্বাবুইয়ান অলরাউন্ডারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১২ মে ২০২৪

টি-টোয়েন্টি ক্যারিয়ারটা তার শুরুই হয়েছিল বাংলাদেশের বিপক্ষে। শেষটাও হলো একই প্রতিপক্ষ দিয়ে।

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলে টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বললেন শন উইলিয়ামস।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকবাজ' জানিয়েছে, উইলিয়ামসের অবসরের এই খবরটি। সিরিজের শেষ ম্যাচে জয়ের পর জিম্বাবুইয়ান অলরাউন্ডার টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছেন। তবে ওয়ানডে আর টেস্ট খেলে যাবেন তিনি।

৩৭ বছর বয়সী উইলিয়ামস জিম্বাবুয়ের হয়ে ৮১টি টি-টোয়েন্টি খেলেছেন। ১২৬.৩৮ স্ট্রাইকরেটে করেছেন ১৬৯১ রান। বাঁহাতি স্পিনে তিনি নিয়েছেন ৪৮টি উইকেটও।

এমএমআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।