আইপিএল থেকে জাতীয় দলে ফিরেই ম্যাচসেরা মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পিএম, ১০ মে ২০২৪

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে। মোস্তাফিজ দেশে ফেরেন ১ মে চেন্নাইয়ের ম্যাচটি খেলে। তবে তাকে হুট করেই মাঠে নামিয়ে দিতে চায়নি টিম ম্যানেজমেন্ট। সামনে বিশ্বকাপ। তাই বিশ্রামে রাখা হয় কাটার মাস্টারকে।

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি-টোয়েন্টিতে ছিলেন না। অবশেষে মাঠে নামলেন জাতীয় দলের হয়ে। আইপিএলের ফর্মই যেন টেনে আনলেন। মাঠে নেমেই ম্যাচসেরা হলেন বাঁহাতি এই পেসার।

আজ (শুক্রবার) মিরপুরে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন মোস্তাফিজ। এর মধ্যে গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে এসে মাত্র ৭ রান খরচ করে নেন একটি উইকেট।

শেষ ২ ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য দরকার ছিল মোটে ২১ রান। ১৯তম ওভারে মোস্তাফিজ দারুণ বোলিং না করলে হয়তো ম্যাচটা হাত থেকে ছুটে যেতো।

সবমিলিয়ে মোস্তাফিজকেই ম্যাচের সেরা পারফমার হিসেবে বেছে নেওয়া হয়েছে। বিশ্বকাপে এই ফর্মটা ধরে রাখতে পারলেই হয়!

এমএমআর/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।