এক ম্যাচেই ৮ উইকেট! বিধ্বংসী বোলিংয়ে ইতিহাস গড়লেন রাজা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২০ পিএম, ০৬ মে ২০২৪

বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে ইতিহাসগড়া বোলিং করলেন প্রাইম ব্যাংকের পেসার রেজাউর রহমান রাজা। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে আজ (সোমবার) ২৩ রানে একাই ৮ উইকেট শিকার করেছেন তিনি।

৫০ ওভারের ম্যাচে যে কোনো পর্যায়েই দেশের সেরা বোলিংয়ের রেকর্ড এটি। রাজার আগে এই পর্যায়ে দেশের সেরা বোলিং ফিগার ছিল ইয়াসিন আরাফাতের। ২০১৮ সালে আবাহনীর বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপের হয়ে খেলা এই পেসার।

বাংলাদেশের লিস্ট 'এ' ক্রিকেটে ৮ উইকেট শিকারের ঘটনা এই দুটিই। ৭ উইকেট আছে আব্দুর রাজ্জাক, আবু হায়দার রনি এবং সাকলাইন সজিবের।

আর লিস্ট 'এ' ক্রিকেটে বিশ্বরেকর্ড বোলিং ফিগার ১০ রানে ৮ উইকেট। ২০১৮ সালে রাজস্থানের বিপক্ষে ঝাড়খন্ডের হয়ে এই বোলিং ফিগারের জন্ম দেন ভারতের বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিম।

এমএমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।