২৯ জুন বাফুফের এজিএম, নারী লিগের চারটি কাউন্সিলরশিপের প্রস্তাব

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৩ মে ২০২৪

২০২৪ সাল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনী বছর। অক্টোবরে শেষ হবে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। তার আগে ২৯ জুন সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটি।

শুক্রবার অনুষ্ঠিত বাফুফের নির্বাহী কমিটির সভায় বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে। সভা শেষে বাফুফের সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেছেন, ২৯ জুন যে এজিএম হবে সেটা ২০২৩ সালের।

সভায় নারী লিগের ক্লাবগুলোর কাউন্সিলরশিপের দাবি নিয়েও আলোচনা হয়েছে। সেখানে চলমান লিগের দলগুলোর মধ্যে চূড়ান্ত পয়েন্ট টেবিলের শীর্ষ ৪ ক্লাবকে কাউন্সিলরশিপ প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত ২৯ জুনের এজিএমএ প্রস্তাব আকারে পাঠাবে বাফুফের নির্বাহী কমিটি। এজিএম অনুমোদন দিলেই বাড়বে বাফুফের সাধারণ সভার সদস্য।

বাফুফের বিভিন্ন বয়সভিত্তিক প্রতিযোগিতার জন্য বয়স নির্ধারণ করা হয়েছে এ সভায়। আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেছেন, পাইওনিয়ার লিগের খেলোয়াড় হবে অনূর্ধ্ব-১৪, তৃতীয় বিভাগ লিগের খেলোয়াড় হবে অনূর্ধ্ব-১৬ ও দ্বিতীয় বিভাগ লিগের খেলোয়াড় হবে অনূর্ধ্ব-২০।

টিএন্ডটি ক্লাব প্রথম বিভাগ লিগে খেলার আবেদন করেছিল। বাফুফের নির্বাহী কমিটির সভা সে আবেদন অনুমোদন করায় ক্লাবটি আগামী মৌসুমে প্রথম বিভাগ লিগ খেলতে পারবে।

আরআই/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।