সাকিবের সেঞ্চুরি ম্লান করে ১২ ছক্কায় ম্যাচ জেতালেন মাহফুজ রাব্বি

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:১৪ পিএম, ০৩ মে ২০২৪

বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে সৌম্য সরকারের এক ম্যাচে ১৬ ছক্কা হাঁকানোর রেকর্ড আছে। এছাড়া আরেক যুবা জাকির হাসানও আজই বিকেএসপি ৩ নম্বর মাঠে শাইনপুকুরের সাথে এক ডজন ছক্কা হাঁকিয়েছেন।

প্রাইম ব্যাংক তথা জাতীয় দলের এ বাঁহাতি তরুণের সাথে আরেক নবীন আজ শুক্রবার বিকেএসপি ৪ নম্বর মাঠে ১২ ছক্কা হাঁকিয়ে হৈ চৈ ফেলে দিয়েছেন। নাম মাহফুজুর রহমান রাব্বি।

যদিও কোনো নতুন রেকর্ড নয়। তারপরও একজন আনকোরা তরুণের এমন ব্যাটিং, কিছুটা অপ্রত্যাশিতই। যদিও মাহফুজ রাব্বি যুব ক্রিকেটে পরিচিত মুখ। আগের বছরই অনূর্ধ্ব-১৯ দলকে যুব বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ব্যাটে রীতিমত ঝড় তুলেছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের এই ব্যাটার। শুধু ১২ ছক্কা হাঁকানোই নয়। ম্যাচ জেতানো শতকও উপহার দিয়েছেন মাহফুজ রাব্বি।

তার ব্যাট থেকে আসা ১১৮ বলে ১২৫ রানের ইনিংসের কাছে ঢাকা পড়ে গেছে বড় তারকা সাকিব আল হাসানের সেঞ্চুরি। সকালের সেশনে ৭৯ বলে ১০৭ রানের ঝোড়ো ইনিংস খেলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ২৮০ রানের বড় স্কোর গড়ে দিয়েছিলেন সাকিব।

কিন্তু দ্বিতীয় সেশনে মাহফুজ রাব্বির দুর্দান্ত ব্যাটিংয়ের মুখে ম্লান হয়ে গেছে সাকিবের ঝোড়ো শতক। মাহফুজ রাব্বির ম্যাচ জেতানো সেঞ্চুরিতে ২ উইকেটের অবিস্মরণীয় জয় পায় গাজী গ্রুপ। ২ বল আগে লক্ষ্যে পৌঁছে যায় তারা।

এক ডজন ছক্কা হাঁকানো মাহফুজ আজ সাকিবের বলও (১৬.৪ ওভার, ২৪.৪ ওভার ও ২৬.৫ নম্বর ওভারে) তিনবার উড়িয়ে সীমানা ছাড়া করেছেন।

গাজী গ্রুপের টপ অর্ডারে যে দুজন হাত খুলে খেলতে পারেন, সেই আনিসুল ইসলাম ইমন (৯) আর হাবিবুর রহমান সোহান (২) কিছুই করতে পারেননি।

উইকেটকিপার সাব্বির হোসেন শুরুর ধাক্কা সামলাতে ৯১ বলে ৬৪ রানের এক ইনিংস খেললে গাজী গ্রুপের বিপর্যয় কেটে যায়। এরপর মাহফুজ রাব্বি দলকে নিয়ে যান জয়ের খুব কাছে। পরে বোলার শেখ পারভেজ জীবন ৩০ বলে ৩৪ রানের হার না মানা ইনিংস উপহার দিয়ে গাজী গ্রুপকে জিতিয়ে দেন।

ব্যাট হাতে সেঞ্চুরি উপহার দিলেও বল হাতে উইকেটশূন্য সাকিব (১০ ওভারে ০/৪৭)। বল হাতে ৩ উইকেট (২৯ রানে) দখলের পর ম্যাচ জেতানো শতক উপহার দিয়ে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মাহফুজুর রাব্বি।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।