যে কারণে আজ খেলছেন না চেন্নাইয়ের দেশপান্ডে-পাথিরানা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০১ মে ২০২৪

পাঞ্জাব কিংসের বিপক্ষে আজ (বুধবার) চেন্নাই সুপার কিংসের একাদশে নেই দুই গুরুত্বপূর্ণ পেসার মাথিশা পাথিরানা আর তুষার দেশপান্ডে।

এই দুই পেসারের অনুপস্থিতিতে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আজ জুটি বাঁধবেন শার্দুল ঠাকুর আর রিচার্ড গ্লিসন। ইংলিশ পেসার গ্লিসনের আজ আবার আইপিএল অভিষেক হচ্ছে।

পাথিরানা ৬ ম্যাচেই ১৩ উইকেট শিকার করেছেন। দেশপান্ডে ৯ ম্যাচে ১০ উইকেট পেলেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন দলে। ঘরের মাঠে খেলায় কী কারণে নেই চেন্নাইয়ের দুই গুরুত্বপূর্ণ পেসার?

জানা গেছে, লঙ্কান পেসতারকা পাথিরানার চোট শঙ্কা রয়েছে। অস্বস্তি বোধ করায় তাকে নিয়ে ঝুঁকি নিতে চায়নি ম্যানেজম্যান্ট। কারণ সামনে আরও গুরুত্বপূর্ণ খেলা রয়েছে। অন্যদিকে দেশপান্ডে শারীরিকভাবে অসুস্থ। তাই আজ মাঠে নামতে পারেননি তিনি।

চিদাম্বরম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করছে চেন্নাই। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে তারা তুলেছে বিনা উইকেটে ২৩ রান।

এমএমআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।