দিল্লিকে বড় ব্যবধানে হারালো কলকাতা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১:০৫ এএম, ৩০ এপ্রিল ২০২৪
ছবি- সংগৃহীত

আইপিএলে এবার বয়ে যাচ্ছে রানের বন্যা। প্রায় ম্যাচেই রান উঠছে দুইশোর ওপরে। এর মধ্যে আজ দেখা গেছে ব্যতিক্রমী একটি ইনিংস। সোমবার রাতের এই ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিপক্ষে আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৫৩ রান করতে পেরেছে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে নেমে ফিল সল্টের ফিফটিতে ২১ বল আর ৭ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে কেকেআর।

সুনিল নারিনকে নিয়ে ঝোড়ো ব্যাটিং করে উদ্বোধনী জুটিতে ৭৯ রান করেন সল্ট। নারিন ১০ বলে ১৫ করে আউট হয়ে গেলেও সল্ট হাঁকান ফিফটি। ৭ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৩৩ বলে ৬৮ রান করেন কলকাতা ওপেনার। দলীয় ৯৬ রানের মাথায় আউট হন অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে। এরপর ১১ বলে ১১ রান করে সাজঘরে ফেরত যান রিংকু সিং।

এরপর চতুর্থ উইকেটে শ্রেয়াস আয়ার ও ভ্যানকাতেশ আয়ারের ৫৭ রানের অপরাজিত জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় কলকাতা। ২৩ বলে ৩৩ রানে অপরাজিত ছিলেন শ্রেয়াস। আর ২৩ বলে ২৬ রান করে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ভ্যানকাতেশ।

এর আগে কলকাতার ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে দিল্লি। পৃথ্বি শ (৭ বলে ১৩), জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক (৭ বলে ১২), শাই হোপ (৩ বলে ৬), অভিষেক পোরেলরা (১৫ বলে ১৮) ভালো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি। ৬৮ রানে ৪ উইকেট হারায় দিল্লি।

অধিনায়ক রিশাভ পান্ত একটু থিতু হয়েছিলেন। কিন্তু ২০ বলে ২৭ করে তিনিও ফেরেন সাজঘরে। ত্রিস্টান স্টাবস করেন ৭ বলে ৪। একশর আগে (৯৯ রানে) ৬ উইকেট হারিয়ে বসে দিল্লি।

ছয় নম্বরে নেমে অক্ষর প্যাটেল খেলেন ২১ বলে ১৫ রানের ধীরগতির এক ইনিংস। সেই জায়গা থেকে ঘুরে দাঁড়িয়ে যে ১৫৩ পর্যন্ত গেছে দিল্লি, তার পুরো কৃতিত্বই কুলদ্বীপের। ২৬ বলে ৫ চার আর ১ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন লোয়ার অর্ডার এই ব্যাটার।

কলকাতার বরুণ চক্রবর্তী মাত্র ১৬ রান খরচায় নেন ৩টি উইকেট। বৈভব অরোরা আর হর্ষিত রানা নেন দুটি করে উইকেট।

এমএইচ/কেএসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।