হায়দরাবাদকে হারানোর দিনে বিরল এক রেকর্ড চেন্নাইয়ের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দল দুটি। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। দু’দলই ৫বার করে চ্যাম্পিয়ন হয়েছে। জয়-পরাজয়ের শতকরা হিসেবে মুম্বাইয়ের চেয়ে এগিয়ে চেন্নাই। দুই আসর নিষিদ্ধ না থাকলে হয়তো সংখ্যায়ও মুম্বাইয়ের চেয়ে এগিয়ে থাকতো মহেন্দ্র সিং ধোনির দল।

রোববার রাতে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা এমন এক রেকর্ড গড়েছে, যা শুধু আইপিএল নয়, বিশ্ব ক্রিকেটেই একক। সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে চেন্নাই ৩ উইকেট হারিয়ে করেছিলো ২১২ রান। জবাবে হায়দরাবাদ অলআউট হয়ে যায় ১৩৪ রানে। ৭৮ রানের ব্যবধানে জয় তুলে নেয় চেন্নাই।

এই ম্যাচে ইতিহাসের পাতায় নাম তুলে নিলো ধোনির দল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার রেকর্ড গড়লো তারা। সব মিলিয়ে মোট ৩৫বার ২০০ প্লাস স্কোর গড়েছে দলটি।

হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামার আগে যৌথভাবে ৩৪টি করে ডাবল সেঞ্চুরি ইনিংসের মালিক ছিল চেন্নাই সুপার কিংস এবং কাউন্টির দল সমারসেট। এবার ৩৫তম ডাবল সেঞ্চুরি ইনিংস খেলে এককভাবে শীর্ষে উঠে গেলো তারা।

তৃতীয় স্থানে রয়েছে ভারতীয় জাতীয় দল। তারা ৩২টি ডাবল সেঞ্চুরি ইনিংস খেলেছে টি-টোয়েন্টিতে। জাতীয় দল হিসেবে ভারতই শীর্ষে। বিরাট কোহলির রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৩১টি ডাবল সেঞ্চুরি ইনিংস খেলেছে। কাউন্টি ক্লাব ইয়র্কশায়ার খেলেছে ২৯টি ডাবল সেঞ্চুরি ইনিংস।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।