মঙ্গলবার শেখ জামালকে হারালেই চ্যাম্পিয়ন আবাহনী

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:১৩ পিএম, ২৯ এপ্রিল ২০২৪

কোনো জটিলতা নেই। হিসেব পানির মত সহজ। অন্য দল মানে নিকট প্রতিদ্বন্দ্বী মোহামেডান, শাইনপুকুর যাই করুক না কেন, আগামীকাল ৩০ এপ্রিল বিকেএসপিতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জিতলেই প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আবাহনী। আগের বছরের মতো এবারও লিগ বিজয়ী হবে আকাশি-হলুদরা।

বলে রাখা ভালো, প্রথম লেগেও আবাহনীর সাফল্যর পথে বাধা হতে পারেনি শেখ জামাল। প্রথম পর্বের সবকটা (১১ খেলায়) ম্যাচ জিতে আবাহনী যে শীর্ষে ছিল, সুপার লিগের প্রথম ২ খেলায় জয়রথ সচল রেখে তারা এখনও পয়েন্ট পয়েন্ট টেবিলে সবার ওপরে।

সমান ১৩ ম্যাচে শতভাগ সাফল্য পাওয়া আবাহনীর বর্তমান পয়েন্ট ২৬। আর নিকট প্রতিদ্বন্দ্বী মোহামেডানের ২০। অর্থাৎ আগামীকাল মঙ্গলবারের খেলার আগে পর্যন্ত লিগ টেবিলে এক নম্বরে থাকা আবাহনীর সাথে দ্বিতীয় স্থানে অবস্থানরত মোহামেডানের পয়েন্ট পার্থক্য ৬।

এখন আগামীকাল মঙ্গলবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সাথে জিতলেই আবাহনীর পয়েন্ট দাঁড়াবে ২৮। আর কাল বিকেএসপির অপর মাঠে মোহামেডান শাইনপুকুরের সাথে জিতলে সাদা-কালোদের পয়েন্ট হবে ১৩ খেলায় ২২।

অর্থাৎ দুই দলের পার্থক্যটা তাহলে ৬ পয়েন্টই থাকবে। তাতে করে আবাহনী শেষ ২ খেলায় হারলেও লিগ টেবিলের চালচিত্রর কোনই রদবদল ঘটবে না। লিগ শিরোপা উঠবে আবাহনীর ঘরেই।

কারণ এ মুহূর্তে পয়েন্ট টেবিলে আবাহনীর ঠিক পেছনেই অবস্থান করছে মোহামেডান। সাদা-কালোরা শেষ ২ ম্যাচ জিতলেও ২৬ পয়েন্টের বেশি তুলতে পারবে না। কাজেই মঙ্গলবার মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে জিতে গেলে আর কেউ আবাহনীকে ধরতে পারবে না।

তখন আবাহনী যদি শেষ ২ ম্যাচ হেরেও যায়, আর নিকট প্রতিদ্বন্দ্বী মোহামেডান যদি বাকি সব খেলায়ও জিতে, তারপরও ২ পয়েন্টের পার্থক্য থেকেই যাবে।

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।